কলকাতা, 21 অক্টোবর: থিমের লড়াইয়ে সাধারণ অথচ ভাবনায় অসাধারণ সল্টলেকে এফসি ব্লক সর্বজনীনের পুজো ৷ 41তম বর্ষে পা দিয়েছে এবারের পুজো ৷ এবার তাদের থিম মণিপুর ৷ থিমের নাম মণিপুরের মা। প্রতি বছর মহিলাদের নিয়ে কিছু পরিকল্পনা নেওয়া হয় এই পুজোর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে ৷ কিন্তু জুন-জুলাইয়ে মণিপুরের ঘটনা সামনে আসায় উদ্যোক্তারা মনস্থির করেন মণিপুরের শিল্প-সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে কলকাতায়।
সম্পাদক নীলাঞ্জন মুর্মু বলেন, "আমরা এই পুজো ঘিরে দু'টো উপজাতির ভুল বোঝাবুঝি বা যেটা নিয়ে অশান্ত পরিবেশ সেখানে দাঁড়িয়ে তাঁদের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি। এই পুজো মণ্ডপ আমরা সাজানোর চেষ্টা করেছি পুরনো দিনের যোদ্ধার ঘরের মতন। মাতৃ প্রতিমা আমরা সাজিয়েছি মেইতেইদের সাজে। এ দুটো জিনিসের মেলবন্ধন আমরা ঘটাতে চেয়েছি। সেইটা থাকুক শান্তির পরিভাষা, শান্তির বার্তা আমরা মণিপুরের বাসিন্দাদেরকে দিতে চাই। এছাড়া এফসি ব্লক পুজোর কমিটিদের নানা রকমের অনুষ্ঠান করে থাকে ৷ তার মধ্যে রয়েছে মণিপুরী নাচ ও মণিপুরের মার্শাল আর্টস, ফায়ার ডান্স। সব মিলিয়ে শান্তির বার্তা দিতে চাইছি মণিপুরের বাসিন্দাদের ৷"