কলকাতা, 29 জুলাই : কয়েকদিন আগেই বেতন বেড়েছিল প্রাথমিক শিক্ষকদের ৷ এবার SSK, MSK শিক্ষকদেরও বেতন বাড়ল । SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার এবং MSK শিক্ষকদের বেতন বেড়ে হল 13 হাজার । একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বদলে তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হল ৷ পাবেন পার্শ্ব শিক্ষকদের সমান মর্যাদা ৷ আজ সল্টলেকে একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
আজ সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে SSK ও MSK শিক্ষকদের পাচঁটি সংগঠনের জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী । সেখানেই তিনি এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন ৷ সেই অনুযায়ী SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার টাকা । আগে ছিল 5 হাজার 954 টাকা । SSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 10 হাজার 340 টাকা । MSK শিক্ষকদের বেতন বেড়ে দাঁড়াল 13 হাজার টাকা । আগে ছিল 8 হাজার 930 টাকা । MSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 14 হাজার টাকা । এরই সঙ্গে তাঁরা বোনাস, PF-এর সুবিধা পাবেন । শিক্ষা দপ্তরের আওতায় চলে আসায় এবার তাঁরা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন । 60 বছর পূর্ণ হলে তাঁদের 65 বছর পর্যন্ত চাকরি করার বর্ধিত সুযোগ দেওয়া হবে । চাইলে তারা সেটা প্রত্যাখ্যানও করতে পারবেন । সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না ।