পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CRS-এর রিপোর্টে অসন্তুষ্ট, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরিকল্পনা সজলের পরিবারের - রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরিকল্পনা সজলের পরিবারের

"CRS-এর রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল, রেলমন্ত্রী এমন কী রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করছি । মেট্রো রেলের মতো একটি এতবড় সংস্থা এই ধরনের ভিত্তিহীন তদন্ত কী ভাবে করল সেটা পরিষ্কার হওয়া দরকার ।" গতকাল একথা বললেন সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় ৷

সজল কাঞ্জিলাল

By

Published : Sep 13, 2019, 9:32 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল, রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীর দ্বারস্থ হতে পারে সজল কাঞ্জিলালের পরিবার ৷ গতকাল এই কথা বলেন সজল কাঞ্জিলালের ভাই রাজকুমার মুখোপাধ্যায় ৷ 13 জুলাই মেট্রো রেকের গেটে হাত আটকে মৃত্যু হয় সজল কাঞ্জিলালের ৷ বুধবার মেট্রো কর্তৃপক্ষকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেয় CRS ৷ সেখানে সাফ বলা হয়েছে, মেট্রোর গাফিলতিতে নয় বরং নিজের অসতর্কতার জন্য মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷

13 জুলাই পার্কস্ট্রিট স্টেশনে একটি AC রেকের দরজায় হাত আটকে যায় সজলবাবুর ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে রেকটি ৷ মেট্রোর দরজায় ঝুলতে থাকেন তিনি ৷ স্টেশন থেকে রেকটি বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার পর মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজনের হাত আটকে যাওয়ার পরও কী ভাবে রেকটি চলতে শুরু করল তা নিয়ে প্রশ্নের মুখ পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করে CRS ৷

বুধবার সেই তদন্তের রিপোর্ট জমা দেন কমিশনার অব রেলওয়ে সেফটি ৷ তাতে সজলবাবুর জন্য অসতর্কতাকেই দায়ি করা হয়েছে ৷ এই প্রসঙ্গে সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, "দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল তাঁরা রিপোর্ট যে দিয়েছেন সেখানে নাকি বলা হয়েছে দাদার অসাবধানতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে । পুরো দোষই নাকি আমার দাদার । আমরা এই CRS-এর রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল, রেলমন্ত্রী এমন কী রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করছি । মেট্রো রেলের মতো একটি এতবড় সংস্থা এইধরনের ভিত্তিহীন তদন্ত কী ভাবে করল সেটা পরিষ্কার হওয়া দরকার । শুনলাম তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় 21 জনের বক্তব্য শোনা হয়েছে । এদের মধ্যে মাত্র একজন যাত্রী ছিলেন । তিনি অবশ্য দাদা যে রেকে উঠেছিলেন সেই রেকে ওঠেননি ।" তিনি আরও বলেন, "প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব ।"

মেট্রোরেল সূত্রে খবর, সজল কাঞ্জিলালের মৃত্যু নিয়ে রিপোর্ট ছাড়াও দুর্ঘটনা কী ভাবে এড়ানো যায় সেই নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকে কয়েকটি প্রস্তাব দিয়েছে CRS ৷

ABOUT THE AUTHOR

...view details