কলকাতা, 12 সেপ্টেম্বর : মেট্রোর তরফে গাফিলতি নয় ৷ বরং নিজের অসতর্কতার জন্য মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷ পার্কস্ট্রিট মেট্রো দুর্ঘটনার তদন্ত রিপোর্টে একথা জানালেন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ ৷
13 জুলাই পার্কস্ট্রিট স্টেশনে একটি AC রেকের দরজায় হাত আটকে যায় সজলবাবুর ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে রেকটি ৷ মেট্রোর দরজায় ঝুলতে থাকেন তিনি ৷ স্টেশন থেকে রেকটি বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার পর মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজনের হাত আটকে যাওয়ার পরও কী ভাবে রেকটি চলতে শুরু করল তা নিয়ে প্রশ্নের মুখ পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ৷
এই সংক্রান্ত আরও খবর :মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান
গতকাল সেই তদন্তের রিপোর্ট জমা দেন কমিশনার অব রেলওয়ে সেফটি ৷ তাতে সজলবাবুর জন্য অসতর্কতাকেই দায়ি করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "13 জুলাই মেট্রো নম্বর DK-184-এ পার্কস্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তা যাত্রীর অসর্তকতার জন্য ৷ " রিপোর্ট নিয়ে সজলবাবুর পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, "16 জুলাই আমরা মেট্রো ভবনে একটি বিস্তারিত চিঠির মাধ্যমে সব বক্তব্য জানিয়েছিলাম । আজ শুনলাম দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল, তারা রিপোর্ট পেশ করেছে ৷ তাতে বলা হয়েছে, অসাবধানতা না কি দাদার মৃত্যু ডেকে এনেছিল । পুরো দোষই না কি আমার দাদার !" এই পরিস্থিতিতে সজলবাবুর পরিবার ক্ষতিপূরণ পাবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷
এই সংক্রান্ত আরও খবর :দুর্ঘটনার তিনদিন পর সজল কাঞ্জিলালের বাড়িতে মেট্রো আধিকারিকরা, ক্ষতিপূরণের দাবি পরিবারের