কলকাতা, 14 সেপ্টেম্বর: এবার বিজেপি নেতার বিরুদ্ধে পুজোর থিম চুরি অভিযোগ তুললেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। প্রথমে নাম না-করে পরে নাম করেই বিজেপি নেতা তথা কলকাতার কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে অখিল ভারত হিন্দু মহাসভার এবছরের পুজোর ভাবনা 'হাইজ্যাক' করার অভিযোগ করলেন তিনি।
প্রসঙ্গত, অখিল ভারতীয় হিন্দু মহাসভার এই বছরের পুজোর ভাবনা ভগবান রামের 'অকাল বোধন'। সংগঠনের রাজ্য সভাপতি বলেন, "আমরা এবছর ঠিক করেছিলাম অযোধ্যার রামমন্দিরের ভাবনায় পুজো করব। কারণ আমরা চেয়েছিলাম যে মানুষ জানুক অখিল ভারত হিন্দু মহাসভাই প্রথম অযোধ্যার রামমন্দির ইস্যুকে সামনে আনে । তাছাড়া এই মামলায় তিন আবেদনকারীর মধ্যে আমরাই অন্যতম সেটাও সবার জানা দরকার। এই বিষয়টি প্রমাণ করতে যে যে তথ্য প্রয়োজন তা রয়েছে আমাদের কাছে।"
তিনি আরও বলেন, "আমরা আগেই এ নিয়ে বৈঠক করেছিলাম। বিজেপি গুপ্তচর লাগিয়ে আমাদের ভাবনা এবং পুজো হাইজ্যাক করে নিল। আমাদের বৈঠকের কিছুদিনের মধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ জানান, তাঁদের পুজোর ভাবনা রামমন্দির। প্রথমে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ভেবেছিল রামকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনও প্রয়োজন নেই। তাই দলের পক্ষ থেকে মুখ খোলা হয়নি। তবে পরে আমাদের মনে হয়েছে মানুষের আসল সত্য জানা উচিত।"
যদিও এই বিতর্ক উড়িয়ে দিয়েছেন সজল। তিনি বলেন, "দুর্গাপুজোয় কলকাতায় আরও 10টা রামমন্দির হচ্ছে। আমি ওঁকে চিনি না। উনি কোথায় পুজো করেন তাও জানি না। কলকাতার মোড়ে মোড়ে অনেক পুজো হয়। তার সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারের তুলনা হয় না। আসলে নিজেরা প্রচার পাওয়ার জন্য আমাদের নাম আনছে ৷ এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।"
আরও পড়ুন:মোমিনপুরে দোষীদের ধরলে 'ফিরহাদ হাকিম পুলিশের ঠ্য়াং ভেঙে দিতেন !' তোপ সজলের