পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sahaj Path in Post Card: ভারতীয় পোস্ট কার্ডে সহজ পাঠের অ আ ক খ...! - সহজ পাঠ

ভারতীয় পোস্ট কার্ডে এবার জায়গা পেল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের পড়া ৷

Indian post card
ভারতীয় ডাক বিভাগ

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 10:15 PM IST

ভারতীয় পোস্ট কার্ডে সহজ পাঠের অ আ ক খ

কলকাতা, 11 অক্টোবর:রসগোল্লার পর নয়া উদ্যোগ ৷ পোস্ট কার্ডের মাধ্যমে এবার বাড়ি বাড়ি 'সহজ পাঠ' পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ । রবীন্দ্রনাথের সহজ পাঠের অ আ ক খ ছড়া জায়গা পেল পোস্ট কার্ডে । আনুষ্ঠানিকভাবে বুধবার এই পোস্ট কার্ডের উদ্বোধন করা হয়েছে । যার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আবারও শুরু হল ঐতিহ্যবাহী গৌরব গাঁথা । ন্যাশনাল পোস্টাল সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যেই কলকাতা জিপিওতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে । তারই অঙ্গ হিসেবে দুর্গাপুজোর আগে আজ কলকাতার একাধিক জায়গার পিক্টোরিয়াল ক্যান্সেলেশন করা হয় । তালিকায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, ভারতীয় জাদুঘর, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কালীঘাট মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দির ।

এই নয়া উদ্যোগ নিয়ে ভারতীয় ডাক বিভাগের কলকাতার পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন বলেন, "দুর্গাপুজোর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের পিক্টোরিয়াল ক্যান্সেলেশন উদ্বোধন করা হয়েছে । বাঙালি তো বটেই বাংলার ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সম্মান দেওয়া হয়েছে । এই কাজ করার জন্য কলকাতার পোস্ট অফিস কর্মীদের আমি অভিনন্দন জানাই । তাঁরা যেভাবে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে সাহায্য করেছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য । এর জন্য তাঁদের দিনরাত এক করে অদম্য পরিশ্রম করতে হয়েছে ।"

এ দিন ডাক বিভাগের একাধিক আধিকারিককে তাঁর পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট অফিসের উপ-অধিকর্তা (এসবি) অনুপকুমার মণ্ডল ,কলকাতা অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন, পোস্টাল সার্ভিসেসের অধিকর্তা (এইচকিউ) গৌরব সিংলা ।

আরও পড়ুন:ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী

প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে বাঙালির প্রিয় রসগোল্লা বিদেশে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ ৷ কুরিয়ার সার্ভিসের তুলনায় কম খরচে ও নিরাপদে আমেরিকা লন্ডন থেকে জার্মানিতে পৌঁছে যাবে রসগোল্লা ৷

ABOUT THE AUTHOR

...view details