কলকাতা, 16 মে : সাগ্নিকের বিরূদ্ধে পল্লবীর টাকা আত্মসাৎ এবং পরিকল্পনামাফিক খুন করার চাঞ্চল্যকর অভিযোগ করেছে তাঁর পরিবার (Sagnik get regular financial help from his daughter)। একদিকে তাঁর মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার অভিযোগ তুললেন মৃতা পল্লবীর পরিবার । আজকে থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা নীলু দে । তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, এই খুনের নেপথ্যে অভিনেত্রীর উপার্জিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করাই উদ্দেশ্য ছিল সাগ্নিকের ।
রবিবার পল্লবীর মৃত্যুর পরের দিন আজ সোমবার বিকেলে গরফা থানায় অভিযোগ জানাতে আসেন অভিনেত্রীর বাবা । তাঁর সঙ্গে ছিলেন মৃতার মা সঙ্গীতা দে এবং তাঁদের আইনজীবীও । তবে পুলিশের কাছে শুধু সাগ্নিকের বিরুদ্ধে নয়, সাগ্নিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পল্লবীকে খুন করার অভিযোগ করেছেন নীলুবাবু । তাঁর স্পষ্ট অভিযোগ, মেয়ের থেকে নিয়মিত অর্থসাহায্য নিত সাগ্নিক । যা বিভিন্ন সময়ে তাঁর মেয়ের ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে তার প্রমাণ রয়েছে তাঁর কাছে । সেই লেনদেনের তথ্যও তিনি অভিযোগপত্রে জমা করেছেন থানায় । তার কপিও রয়েছে তাঁদের কাছে । তাঁদের অভিযোগ, মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি অন্য আর এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছিল সাগ্নিক ।