কলকাতা, 3 জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে দিয়ে পার হল ভারত জোড়ো যাত্রা ৷ সোমবার কংগ্রেসের এই মহামিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছুঁয়ে গেল ৷ নেতাজির বাড়ি ছাড়াও স্বামী বিবেকানন্দের বাড়ির পথ দিয়ে গিয়েছে মহামিছিল (The long march passed through major streets of the city and reached the party's headquarters 'Bidhan Bhavan' in central Kolkata) ৷
এদিন তিলোত্তমার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে দিয়ে যায় ভারত জোড়ো যাত্রা ৷ এরপর মধ্য কলকাতায় কংগ্রেসের সদর দফতর 'বিধান ভবন'-এ শেষ হয় ৷ শহরের উত্তরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকাননন্দের বাসভবন ছুঁয়েছে ভারত জোড়ো ৷ প্রসঙ্গত উল্লেখ্য কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই যাত্রা ৷ সেই জায়গাটিও স্বামীজির স্মৃতিবিজড়িত এবং তাৎপর্যপূর্ণ ৷
20 কিলোমিটার পথ অতিক্রম করে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির কাছে শেষ হয় বাংলায় ভারত জোড়ো যাত্রা ৷ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নেতৃত্বে কলকাতার তারাতলা থেকে শুরু হয়েছিল মহামিছিল ৷