পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

500 বেডের COVID হাসপাতাল ? ভাবাচ্ছে কামারহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে - কোরোনা ভাইরাস

কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করতে 100 চিকিৎসকের প্রয়োজন ৷ মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

৫০০ বেডের COVID হাসপাতাল চালু করতে আরও ১০০ চিকিৎসক প্রয়োজন
৫০০ বেডের COVID হাসপাতাল চালু করতে আরও ১০০ চিকিৎসক প্রয়োজন

By

Published : Jun 8, 2020, 7:42 AM IST

Updated : Jun 8, 2020, 7:47 AM IST

কলকাতা, 7 জুন: কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালকে 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালুর কথা জানিয়েছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । পুরোদমে 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালুর জন্য আরও কিছু নার্স, অন্যান্য কর্মীর ও অন্তত আরও 100 জন চিকিৎসকের প্রয়োজন । এছাড়া বেড সংক্রান্ত সমস্যাও রয়েছে ৷ পরিকাঠামোগত সমস্যার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দপ্তরকে জানানো হবে ৷

COVID-19 আক্রান্তদের চিকিৎসার জন্য কলকাতা সহ রাজ‍্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালকে COVID হাসপাতাল হিসাবে চালু করা হয়েছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ‍্যে 69টি COVID হাসপাতাল চালু হয়েছে । এর মধ্যে 16টি সরকারি ও বাকি বেসরকারি হাসপাতাল । এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এদেশে COVID-19 সংক্রমণের এখন পিক টাইম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে রাজ‍্যের আরও কয়েকটি হাসপাতালকে COVID হাসপাতাল হিসাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । যার মধ‍্যে রয়েছে কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল । গত শুক্রবার এই হাসপাতালকে ৫০০ বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করার জন্য সার্কুলার পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷

COVID হাসপাতাল হিসাবে চালু হলে কোরোনা আক্রান্ত ছাড়া অন্য কোনও রোগীকে ভরতি নেওয়া হবে না । তাই তার আগে থেকে রোগী ভরতি নেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে হবে । এই সব বিষয়গুলি নিয়ে মঙ্গলবার কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেবে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে হাসপাতালের পরিকাঠামোগত খামতি ভাবাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে । এমনিতেই এই হাসপাতালে 500-র মতো বেড রয়েছে ৷ সেখানে COVID-19 রোগীদের জন্য কীভাবে 500 বেড চালু করা সম্ভব? এখন দু'টি বেডের মধ‍্যে 1 থেকে 1.5 ফুটের দূরত্ব রাখা হয় । COVID-19 রোগীদের চিকিৎসার জন‍্য দুটি বেডের মধ‍্যে 3 থেকে 3.5 ফুটের দূরত্ব রাখতে হবে । যে কারণে 500 বেড প্রস্তুতের বিষয়টি ভাবাচ্ছে কর্তৃপক্ষকে । পাশাপাশি যা লোকবল রয়েছে তাতে পুরোদমে 500 বেড চালু সম্ভব নয় । 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করতে গেলে অন্তত আরও ১০০ জন চিকিৎসকের প্রয়োজন । এছাড়া আরও কিছু নার্স এবং অন্যান্য কর্মীরও প্রয়োজন রয়েছে ।

পরিকাঠামোগত সমস্যা ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রয়োজন রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের । এসি লাগানো, বেড পরিবর্তন, নেগেটিভ প্রেসার রুম তৈরি করা, দরজা লাগানো, পার্টিশন দেওয়ার মতো বিভিন্ন কাজ রয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় এসব করা হলেও কাজ সম্পূর্ণ করতে অন্তত 6-7 দিন সময়ের প্রয়োজন বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । সেই হিসেবে আগামী সপ্তাহের মধ্যে সাগর দত্ত হাসপাতাল COVID হাসপাতাল হিসাবে প্রস্তুত হয়ে যাবে । হাসপাতালের সুপার কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) পলাশ দাস বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি । মানুষের পাশে থাকার দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমরা এগিয়ে চলেছি ।"

Last Updated : Jun 8, 2020, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details