কলকাতা, 13 মে : রাজারহাটে ভিআইপি রোডের কৈখালিতে উদ্বোধন হল 50 শয্যা বিশিষ্ট সেফ হোমের । রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে এবং বিধাননগর পৌরনিগমের স্বাস্থ্য দফতরের সহযোগিতায় সেফ হোম চালু হয় ৷
গতকাল সন্ধ্যায় উদ্বোধন হয় এই সেফ হোমের ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধাননগর পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বিশিষ্টজন ।
রাজারহাটে বিধায়কের উদ্যোগে চালু হল সেফ হোম - 50 শয্যা বিশিষ্ট সেফ হোম রাজারহাটে
গতকাল সন্ধ্যায় উদ্বোধন হয় এই সেফ হোমের ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধাননগর পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বিশিষ্টজন । এই সেফ হোমে 24 ঘণ্টার জন্য তিনজন ডাক্তার এবং আটজন নার্স থাকবে । 15 জন ভলান্টিয়ার থাকছে । হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে এখানে ভর্তি হওয়া যাবে ৷
আরও পড়ুন,কোভিড মোকাবিলায় সঙ্ঘবদ্ধ লড়াই প্রয়োজন
বিধায়ক অদিতি মুন্সী বলেন, "এখানে আপাতত পঞ্চাশটা বেড নিয়ে আমাদের পথ চলাটা শুরু করেছি । 20 টা বেড মহিলাদের জন্য এবং 30 টা পুরুষদের জন্য় বরাদ্দ করা হয়েছে । পরিস্থিতি বুঝে আরও বেড বাড়ানোর চেষ্টা করব ৷ যারা বাড়িতে হোম আইসোলেশন থাকার ব্যবস্থা করতে পারে না, সেটা তারা যেন এখানে এসে করতে পারে ৷ একথা ভেবেই সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে ৷ 24 ঘণ্টার জন্য তিনজন ডাক্তার এবং আটজন নার্স থাকবে । 15 জন ভলান্টিয়ার থাকছে । প্রাইমারি লেভেলে যা চিকিৎসা প্রয়োজন তার সব ব্যবস্থা থাকছে ৷ অক্সিজেন সাপোর্ট থাকছে । যাদের এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি তাদের কোনও সমস্যা হলে আমাদের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন । অক্সিজেনের সমস্যা হলে নিচে অক্সিজেন পার্লার রাখা হয়েছে ৷ সেখান থেকে অক্সিজেন নিতে পারবেন । আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তবে এখানে ভর্তি হওয়া যাবে । "