কলকাতা, 5 এপ্রিল : শহরে নতুন করে ফের সেফহোম তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখের বেশি। এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে কলকাতায় প্রাথমিকভাবে তিনটি সেফ হোম তৈরি করার। আজ গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 3 হাজার 558 জন। শুধুমাত্র কলকাতাতেই গত 24 ঘন্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 700 জনেরও বেশি ।
করোনা সংক্রমণের সংখ্যা কলকাতায় 30 থেকে কমে যাওয়ার কলকাতা পৌরনিগম সেফ হোম গুলি বন্ধ করে দিয়েছিল। আবার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় কলকাতা শহরের তিনটি সেফ হোম তৈরি করবে কলকাতা পৌরনিগম। প্রথমটি তৈরি করা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। দ্বিতীয়টি রাজারহাট ক্যান্সার রিসার্চ সেন্টারে এবং তৃতীয়টি তৈরি করা হবে সাইন্স সিটির পাশে বাইপাসের ধারে। নির্বাচনের পরে সেফহোমের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। গীতাঞ্জলি স্টেডিয়ামের মত বেশ কিছু জায়গায় যেখানে আগে সেফহোম ছিল সেগুলি নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। তাই নির্বাচনের পর প্রয়োজন হলে সেগুলি ব্য়বহার করা হবে ৷
বাড়ছে করোনা, কলকাতায় ফের সেফহোম তৈরির পরিকল্পনা - করোনা
করোনা সংক্রমণের সংখ্যা কলকাতায় 30 থেকে কমে যাওয়ার কলকাতা পৌরনিগম সেফ হোম গুলি বন্ধ করে দিয়েছিল। আবার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় কলকাতা শহরের তিনটি সেফ হোম তৈরি করবে কলকাতা পৌরনিগম। প্রথমটি তৈরি করা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। দ্বিতীয়টি রাজারহাট ক্যান্সার রিসার্চ সেন্টারে এবং তৃতীয়টি তৈরি করা হবে সাইন্স সিটির পাশে বাইপাসের ধারে।
আরও পড়ুন-স্টেট ব্য়াঙ্ক হোম লোনে সুদের হার বেড়ে হল 6.95 শতাংশ
এর পাশাপাশি নিয়মিতভাবে করোনার টিকা দেওয়া হচ্ছে কলকাতার 80 টি স্বাস্থ্যকেন্দ্র থেকে। কলকাতা পৌরনিগম পরিকল্পনা নিয়েছে এক সপ্তাহের মধ্যে টিকাকরণ সেন্টারের সংখ্যা বাড়িয়ে 100টি করা হবে। চলতি মাসের মধ্যেই 144 টি ওয়ার্ডে টিকারকরণের সেন্টার তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পৌরনিগম।
45 বছরের উর্ধ্বে ব্যক্তিদের ইতিমধ্যেই ভ্যাকসিনেশন দেওয়া শুরু হয়েছে। প্রতিদিন প্রায় 9 হাজার 500 জন করে করোনার টিকা দেওয়া হচ্ছে । শনি-রবিবার সহ সরকারি সমস্ত ছুটির দিনগুলিতে ভ্যাকসিনেশন দেওয়ার কাজ চলছে। রাজ্যে নির্বাচনের জন্য কোরোনা সংক্রমণ ফের নতুন করে বৃদ্ধি পেয়েছে এমনটাই আশঙ্কা করছে পুর আধিকারিকরা। মানুষের মধ্যে করোনার আতঙ্কের ভয় বেশ খানিকটা কেটে যাওয়াতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধ করতে কলকাতা পৌরনিগম শহরজুড়ে ব্যানার টাঙিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চাইছে।