পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত সাধন পান্ডের স্ত্রী - কোরোনা

কোরোনায় আক্রান্ত সাধন পান্ডের স্ত্রী ৷ আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Sadhan pandey wife is corona positive
কোরোনায় আক্রান্ত সাধন পাণ্ডের স্ত্রী

By

Published : Jul 14, 2020, 6:45 PM IST

Updated : Jul 14, 2020, 6:59 PM IST

কলকাতা, 14 জুলাই : কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী । এবার মন্ত্রী সাধন পান্ডের পরিবারেও কোরোনার থাবা । কোরোনায় আক্রান্ত হলেন তাঁর স্ত্রী ৷ আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে ।

রবিবার তাঁর শ্যালক শংকর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে । তবে কোরোনায় মৃত্যু হয়েছে কি না তা জানা যায়নি ৷ তবে অনেকেরই মতে হয়তো বাপের বাড়ির সূত্র ধরেই সংক্রমিত হয়েছেন সুপ্তি পান্ডে । কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । তাই গতকাল তাঁর সোয়াবের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই রিপোর্ট আজ স্বাস্থ্যদপ্তরের হাতে আসে ৷ রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও এখনও পর্যন্ত তাঁকে বাড়িতেই রাখা হয়েছে বলে জানা গেছে ৷ যেকোনও সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে । কারণ তাঁর বার্ধক্যজনিত কিছু সমস্যাও রয়েছে ৷ বিষয়টি নিয়ে এখন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পান্ডে পরিবার ।

এদিকে সুপ্তিদেবীর সংক্রমণের পর কোয়ারানটিনে রাখা হয়েছে মন্ত্রী সাধন পান্ডে , মেয়ে শ্রেয়া পান্ডে সহ পরিবারের অন্য সদস্যদের । সাধন পান্ডেরও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ।

Last Updated : Jul 14, 2020, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details