কলকাতা, 7 সেপ্টেম্বর:চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) করে মুম্বই (Mumbai) নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের মন্ত্রী তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পান্ডেকে (Sadhan Pandey) ৷ বেশ কয়েকদিন ধরেই স্নায়ুরোগে ভুগছেন তিনি ৷ শহরেরই একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন ৷ তবে তাঁর শারীরিক অবস্থার ক্রমে অবনতি হচ্ছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ৷
চলতি বছরের জুলাই মাসেই অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাধন পান্ডে ৷ সেই থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে চলেছে । চলতি বছরের এপ্রিল মাসের শেষেও ভোটচলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও তাঁর শ্বাসকষ্টের সমস্যা পুরোপুরি কাটেনি ৷
আরও পড়ুন:শ্বাসকষ্টের সমস্যায় আইসিইউতে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে
দলীয় সূত্রে খবর, পরবর্তী চিকিৎসার জন্য সাধন পান্ডেকে মুম্বইতে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে । হয়তো বুধবারই তাঁকে এয়ার-অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে বাণিজ্যনগরী মুম্বইতে ।