পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নমনীয় নন সুজিত; সব্যসাচীর ঘরে ফেরার আকাশে কালো মেঘ - সব্যসাচী দত্ত

রায়-পরিবারের পর যাঁদের তৃণমূলে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত ৷ কারণ, বাকিদের তুলনায় তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম গালমন্দ করেছিলেন তাঁরা ৷ কিন্তু সুজিত বসু বেঁকে বসায় এখন সব্যসাচীর ঘর ওয়াপসির পথ কতটা সরল হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন ৷

Sabyasachi Dutta
ছবি

By

Published : Jun 12, 2021, 8:39 PM IST

কলকাতা, 12 জুন : "সব্যসাচীর ব্যাপারে নমনীয় নই । কেনই বা হতে যাব ?" বিজেপির বেসুরো নেতা সব্যসাচী দত্তর বিষয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু ।

তিনি আরও বলেন, "মানুষ বুঝিয়ে দিয়েছে অশুভ শক্তির সঙ্গে তাঁরা নেই । যাঁরা পার্টির ক্ষতি করেছেন, তাঁদের নেওয়া হবে না । দল যখন আমার কাছে জিজ্ঞেস করবে তখন বলব । তৃণমূল এমনিতেই শক্তিশালী । 213 টি আসন এমনিতে পায়নি ।"

অবশ্য তিনি এও স্পষ্ট করে দেন, কাদের দলে নেওয়া হবে, বা কাদের নেওয়া হবে না... এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন ।

কয়েকদিন আগেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত ৷ বলেছিলেন, ‘‘ ভিন রাজ্যের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা বাংলার মানুষ বুঝতেই পারেননি ৷’’ তাঁর আরও অভিযোগ , মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বাংলার কোনও মুখ তুলে ধরতে না পারাতেই নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta : আগের মন্তব্যেই অনড়, সব্যসাচীর বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটিতে অভিযোগ

কালই মুকুল রায় ও শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দিয়েছেন ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, আরও একাধিক বিজেপি নেতা দলে ফিরে আসতে পারেন ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন, ঘর ওয়াপসির এই সুযোগ সকলে পাবেন না ৷

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রায়-পরিবারের পর যাঁদের তৃণমূলে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত ৷ কারণ, বাকিদের তুলনায় তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম গালমন্দ করেছিলেন তাঁরা ৷ কিন্তু সুজিত বসু বেঁকে বসায় এখন সব্যসাচীর ঘর ওয়াপসির পথ কতটা সরল হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details