কলকাতা, 14 ফেব্রুয়ারি:বেহালার বুকে গত দু দিন ধরে চলছে সাবর্ণ রায়চৌধুরীদের (Sabarna Roy Choudhury) বংশের ঐতিহ্যবাহী সঙ্গীত সম্মেলন 'সাবর্ণ সঙ্গীত সম্মেলন 2022-23' (Sabarna Sangeet Sammelan)। আজই এই সম্মেলনের শেষ দিন ৷
আজই শেষ সাবর্ণ সঙ্গীত সম্মেলন: সখের বাজারে অবস্থিত রায়চৌধুরী বংশের বড়বাড়ির পুজোর দালানে অনুষ্ঠিত হচ্ছে এই মনোজ্ঞ অনুষ্ঠান । 10 তারিখ থেকে শুরু হয়ে আজ এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হতে চলেছে । তবে, শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয়, ধ্রুপদী নৃত্যও মঞ্চস্থ হয়েছে অনুষ্ঠানে ।
যাঁরা সঙ্গীত পরিবেশন করেন: এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বংশের গুণী শিল্পী গৌতম রায়চৌধুরী । তা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ওয়াসিম আহমেদ খান । তাঁর সঙ্গে সেতারে ছিলেন সাহানা বন্দ্যোপাধ্যায়, তবলায় পণ্ডিত সমর সাহা । এ দিন সরোদ পরিবেশন করেন পণ্ডিত অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ।
টানা প্রায় এক ঘণ্টা শাস্ত্রীয় সঙ্গীতের জাদুতে শ্রোতাদের মন জয় করে নেন শিল্পী সায়রী দত্ত । এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ওমকার দাদারকার, লুনা পোদ্দারের পরিচালনায় কথক নৃত্য পরিবেশন করেন প্রেরণা গ্রুপ, সরোদ এবং তবলার সুর-তাল-ছন্দে শ্রোতার মন ভরিয়ে তোলেন পণ্ডিত দেবজ্যোতি বসু এবং পণ্ডিত তন্ময় বসু ।
আরও পড়ুন:ভ্যালেন্টাইনস উইকে রোম্যান্টিক মুডে সলমন-পূজা, ভাইজানের নতুন ছবির প্রথম গান রবিবার
শেষদিনে যাঁদের অনুষ্ঠান: রবিবার, শেষ দিনে গান শোনাতে হাজির থাকবেন মানালি বসু ৷ সরোদ বাজাবেন অর্ণব ভট্টাচার্য ৷ তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসু । পারিবারিক সদস্যা দীপান্বিতা রায়চৌধুরীর বলেন, "অনেক আগে এই অনুষ্ঠানের চল ছিল আমাদের বংশে । এরপর বন্ধ ছিল প্রায় চল্লিশ বছর । ফের চালু হয়েছে বছর ছয়েক ধরে । আমরা এই প্রজন্ম আমাদের বংশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি । খুবই ভালো সাড়া পাচ্ছি ৷ এখানেই আমাদের সার্থকতা ।"