কলকাতা, 29 জানুয়ারি: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷ একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে (ED arrested Kuntal Ghosh) ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই গ্রেফতারিতে নতুন করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তির খাতিরে কি কুন্তলকে কি ছেঁটে ফেলবে তৃণমূল ?
রবিবার ছিল 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে থিম সং প্রকাশের অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ এখানে কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্নের উত্তরে সায়নী বলেন, "ও আমাদের যুবর কমিটিতে রয়েছে । উনি হুগলির নেতা । ওনার সঙ্গে অবশ্যই আমার নানা জায়গায় ছবি রয়েছে । আর আমরা যেখানে যাই সেখানে লক্ষ-লক্ষ লোক উপস্থিত থাকেন । তাঁদের অনেকের সঙ্গেই ছবি থাকে । তার মানে এই নয় যাঁদের সঙ্গে আমাদের দেখা হয় তাঁদের একটা ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই বা তাঁদের ইতিহাস-ভূগোল পরীক্ষা করে আমরা কাজ করি । এই বিষয়টি তদন্তনাধীন । সেই কারণে মন্তব্য করা ঠিক হবে না । আমি সভানেত্রী হয়ে বলছি কুন্তল দোষী প্রমাণিত হলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই ।"