কলকাতা, 3 জুন: শনি ও রবিবার তৃণমূল কংগ্রেসের প্রচারকের তালিকায় সায়নী ঘোষের নাম ছিল না । সোমবার যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমে প্রচার শুরু করছেন, সেদিনও তৃণমূল কংগ্রেসের প্রচারক তালিকায় নাম নেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী । ঠিক এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইডি জিজ্ঞাসাবাদের পর থেকেই কি তবে সায়নীর সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে দল ? তা না হলে জিজ্ঞাসাবাদের পর তিনদিন হয়ে গেলেও কেন প্রচারকের তালিকায় ফিরলেন না সায়নী ঘোষ ?
সাম্প্রতিক অতীতে যখনই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতার নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, দেখা গিয়েছে ধীরে ধীরে তাঁদের থেকে দূরত্ব তৈরি করেছে শাসক দল । এই তালিকায় যেমন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (যিনি তৎকালীন দলের মহাসচিব ছিলেন), একইভাবে কুন্তল ঘোষ বা অন্যান্যদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে । তাহলে কি তৃণমূল কংগ্রেসের যুব সভারনেত্রীর সঙ্গে দল দূরত্ব তৈরি করছে ?
সোমবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মোট 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে । তাতে শতাব্দী রায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মৌসুম নূর, অর্পিতা ঘোষের মতো মহিলা নেতৃত্বের নাম থাকলেও নাম নেই সায়নীর । আগামী 5 জুলাই আরও একবার সায়নীকে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই কারণেই কি প্রচারকের তালিকা থেকে আপাতত দূরে রাখা হচ্ছে সায়নীকে ৷