পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saayoni Ghosh: সোমবারও পঞ্চায়েতের প্রচারে নেই সায়নী, ভাবমূর্তির প্রশ্নে কি তৃণমূলে ‘ব্রাত্য’ যুব সভানেত্রী

গত শুক্রবার প্রায় 11 ঘণ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ৷ আগামী 5 জুলাই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে আবার তলব করেছে ইডি ৷ তার পর থেকে পঞ্চায়েতের প্রচার থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে ৷

Saayoni Ghosh
Saayoni Ghosh

By

Published : Jul 3, 2023, 2:30 PM IST

কলকাতা, 3 জুন: শনি ও রবিবার তৃণমূল কংগ্রেসের প্রচারকের তালিকায় সায়নী ঘোষের নাম ছিল না । সোমবার যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমে প্রচার শুরু করছেন, সেদিনও তৃণমূল কংগ্রেসের প্রচারক তালিকায় নাম নেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী । ঠিক এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইডি জিজ্ঞাসাবাদের পর থেকেই কি তবে সায়নীর সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে দল ? তা না হলে জিজ্ঞাসাবাদের পর তিনদিন হয়ে গেলেও কেন প্রচারকের তালিকায় ফিরলেন না সায়নী ঘোষ ?

সাম্প্রতিক অতীতে যখনই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতার নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, দেখা গিয়েছে ধীরে ধীরে তাঁদের থেকে দূরত্ব তৈরি করেছে শাসক দল । এই তালিকায় যেমন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (যিনি তৎকালীন দলের মহাসচিব ছিলেন), একইভাবে কুন্তল ঘোষ বা অন্যান্যদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে । তাহলে কি তৃণমূল কংগ্রেসের যুব সভারনেত্রীর সঙ্গে দল দূরত্ব তৈরি করছে ?

সোমবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মোট 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে । তাতে শতাব্দী রায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মৌসুম নূর, অর্পিতা ঘোষের মতো মহিলা নেতৃত্বের নাম থাকলেও নাম নেই সায়নীর । আগামী 5 জুলাই আরও একবার সায়নীকে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই কারণেই কি প্রচারকের তালিকা থেকে আপাতত দূরে রাখা হচ্ছে সায়নীকে ৷

আরও পড়ুন:ব্যাংক ঋণ করে ফ্ল্যাট কিনলেও নথি নেই ! বুধবার ফের তলব সায়নীকে

তৃণমূল সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাতে সায়নী ঘোষকে প্রচার থেকে দূরে রাখার পেছনে ইডির কোনও সম্পর্ক নেই । ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে প্রচারে যোগ দিতে পারছেন না তিনি । আগামিদিনে আবার তাঁকে প্রচারে রাখা হবে । কিন্তু ঠিক কতদিন তিনি এই প্রচার কর্মসূচি থেকে দূরে থাকবেন, সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলা হচ্ছে না শাসক দলের তরফ থেকে । বরং নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের এক প্রবীণ নেতা বলছেন, সঠিক সময়েই আবার সায়নী ঘোষকে দলের প্রচারে দেখা যাবে ।

তৃণমূল কংগ্রেস যাই বলুক, রাজনৈতিক বিশ্লেষকের একাংশ মনে করছে যে এর সঙ্গে শাসক দলের ভাবমূর্তির বিষয়টি জড়িয়ে রয়েছে । এমন একজন নেত্রীকে দুর্নীতির অভিযোগ ওঠার পরেও যদি প্রচারে ব্যবহার করা হয়, ভোট বাক্সে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে । আর সেই কারণেই হয়তো আপাতত নির্বাচনী প্রচারে রাখা হচ্ছে না সায়নী ঘোষকে । এই অবস্থায় শেষ পর্যন্ত সায়নী ঘোষকে আবার পঞ্চায়েতের প্রচারে ফেরানো হয় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ।

আরও পড়ুন:বনি থেকে সায়নী, প্রত্যেককেই কেন অভিজাত গাড়ি উপহার দিতেন কুন্তল ?

ABOUT THE AUTHOR

...view details