কলকাতা, 1 জুলাই:দোষী কি না, তা এখনও প্রমাণিত হয়নি। সবেমাত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুক্রবার ৷ প্রায় সাড়ে 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের 5 জুলাই সায়নী ঘোষকে তলব করেছে ইডি ৷ আর এর মাঝেই তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রচারের তালিকা থেকে নামই সরে গেল যুবনেত্রী সায়নী ঘোষের ৷ যা নিয়ে দলের অন্দরে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷
সায়নীকে ইডি'র তলব নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে হেনস্তার অভিযোগও করেছিলেন তিনি ৷ অন্যদিকে, ইডি দফতর থেকে বেরিয়ে, তদন্তকারী সংস্থাকে 100 শতাংশ সাহায্য করতে প্রয়োজনে 24 ঘণ্টা সময় দেবেন বলে জানিয়েছিলেন সায়নীও। কিন্তু কোনওকিছুই শেষ পর্যন্ত ধোপে টিকল না ৷ এমন পরিস্থিতিতে তাঁর জন্য ভোটের আগে যে তৃণমূলের মুখ পুড়েছে, তা একরকম স্পষ্ট দলের প্রচার তালিকা দেখেই। পরপর তিনদিন তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রচারের তালিকায় নাম নেই তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের।
আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ তার আগে মেরে কেটে আর দিনপাঁচেক সময় আছে রাজনৈতিক দলগুলির কাছে ৷ কিন্তু যেখানে খোদ দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতারাও জোর কদমে প্রচারের কাজে নেমেছেন, সেখানে শনিবারের প্রচার তালিকায় নামই নেই সায়নীর ৷ পাশাপাশি রবিবার, সোমবার এবং তারপর দিন অর্থাৎ মঙ্গলবারের প্রচারের তালিকায় আদৌ তাঁকে রাখা হবে কি না, সে বিষয়েও দলের তরফে সংশয় প্রকাশ করা হয়েছে। দলের তরফে শনিবার তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই সায়নী ঘোষের।