কলকাতা, 2 জুলাই : সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে । CBI সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে । আর 5 জুলাই শুভাপ্রসন্নকে । অভিযোগ, সারদা মামলায় এই দু'জনেই আর্থিক সুবিধা নিয়েছিলেন । সেই বিষয়েই তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI ।
সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে - artist
সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে । CBI সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে । আর 5 জুলাই শুভাপ্রসন্নকে ।
লোকসভা নির্বাচন শেষ হতেই চিট ফান্ড মামলায় তদন্তের গতি বাড়িয়েছে CBI । সারদা ছাড়াও রোজ়ভ্যালিসহ অন্য বেশ কয়েকটি চিটফান্ডের ক্ষেত্রেও তদন্ত চলছে সমানতালে । CBI-র সহ অধিকর্তা নাগেশ্বর রাও দিন কয়েক আগে কলকাতায় এসে এমনই নির্দেশ দিয়েছেন । সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে কয়েকজন রাঘববোয়ালের নাম আগেই হাতে এসেছিল তাদের ৷ তাঁদেরই একজন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ৷ তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত । অভিযোগ, সারদার টাকা ব্যবহার করে তিনি একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি । সূত্র জানাচ্ছে, সেই টাকার হিসাব চাওয়া হবে । পাশাপাশি, ছবি বিক্রি সংক্রান্ত কয়েকটি বিষয়ও আছে । CBI জানতে পেরেছে, 2011 সালের শেষ দিকে ছবি বিক্রির একটি প্রদর্শনী করেছিলেন শুভাপ্রসন্ন । সেখানেও সারদা যোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা । সেই সব নথি দিয়ে শুভাপ্রসন্নকে দেখা করতে বলা হয়েছে বলে CBI সূত্রে খবর ।
অন্যদিকে, দিন কয়েক আগেই রোজ়ভ্যালি মামলায় তলব করা হয়েছিল শিবাজী পাঁজাকে । এবার সারদা মামলাতেও তাঁকে তলব করা হল । এর আগেও এই মামলায় শিবাজী পাঁজাকে জিজ্ঞাসাবাদ করেছে এই তদন্তকারী সংস্থা । কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনও প্রশ্ন রয়ে গেছে । সূত্র জানাচ্ছে, 2011 থেকে 2012 সালে সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে একাধিক ছবি বিক্রি করে শাসক দলের নেতারা ছ’কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ । তদন্তকারী সূত্রের খবর, কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির যে-প্রদর্শনী হয়েছিল, তার দায়িত্বে ছিলেন শিবাজী । সেখান থেকেই ছবি দেওয়া হয় সুদীপ্তকে । সেই বিষয়টি নিয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পাশাপাশি ছবি তৈরির জন্য শিবাজী সুদীপ্ত সেনের থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন বলে খবর । সেই সব নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে CBI-র তরফে ।