কলকাতা, 26 মে : সকাল থেকে আকাশ মেঘলা থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে । আর এই নিয়েই বহু জল্পনা তৈরি হয়েছে । ঘূর্ণিঝড় আমফান যেতে না যেতেই আবার সাইক্লোন নিসর্গ আসছে, ইতিমধ্যেই এই ধরনের একটি খবর ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তবে এটি সম্পূর্ণ গুজব । আপাতত কোনওরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই । আজ একথা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, আপাতত বঙ্গোপসাগরে এরকম কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের অবস্থান নেই ।
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে থেকেই ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করা হয় । সেইমতো 13টি দেশের তরফে 169টি নাম প্রস্তাব করা হয়েছে । ভবিষ্যতে যখন ঘূর্ণিঝড় আসবে, সেই তালিকার নাম অনুসারে পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে। সেই তালিকা অনুযায়ী প্রথম নাম ভারতের দেওয়া নিসর্গ। তাই পরবর্তী সময় যে ঘূর্ণিঝড় আসবে তার নাম দেওয়া হবে নিসর্গ। তার মানে এই নয় নতুন করে কোনও ঘূর্ণিঝড় আসছে । যার নাম নিসর্গ। যখন ঘূর্ণিঝড় আসবে, তখন তার নাম রাখা হবে নিসর্গ । তাই সোশাল মিডিয়ায় গুজব চলছে ।"