কলকাতা, 25 জুলাই : ফের রাজ্য প্রশাসনকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রশ্ন তুললেন পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও । টুইটে তাঁর স্পষ্ট বার্তা, পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থায় পরিণত হয়েছে । নানা ক্ষেত্রে আইনের ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে । বিরোধীদের সঙ্গেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর ।
জগদীপ ধনকড় রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকে একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে । সংবিধানের নানা ধারার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি । শুধু টুইটে সরব হননি রাজ্যপাল, তাঁর ও মুখ্যমন্ত্রীর মধ্যে পত্র বিনিময়ও হয়েছে । আজ টুইটে ফের রাজ্য প্রশাসন, পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থা । IPS অফিসাররা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবেন, এটাই কাম্য । কিন্তু কেউ কেউ মর্জিমাফিক আইনের ব্যবহার করছেন ।" তাঁর সংযোজন, "উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলাম । রাজ্যপাল ডাকলে রাজভবনে এসে রিপোর্ট করে যাওয়া মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য । তিনি তা পালন করুন ।"