কলকাতা, 8 জুন:নিয়োগদুর্নীতিকাণ্ডে আজ বৃহস্পতিবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের । তিনি আসার সময় যাতে কোনও রকম হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি না হয় তা মাথায় রেখে সিজিও কমপ্লেক্সের ভিতরে ও বাইরে বাড়তি পুলিশি ব্যবস্থা চোখে পড়ল সকাল থেকেই ৷ সিজিও কমপ্লেক্স চত্বরে দেখা গেল বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের ।
বাইরের লোক কোনওভাবেই সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকতে পারছেন না ৷ এমনকী যাঁরা সেখানে চাকরি করেন তাঁদেরও বৈধ পরিচয় পত্র পুলিশকে দেখিয়ে তারপরেই প্রবেশে অধিকার মিলছে বলে জানা গিয়েছে । সকাল দশটার মধ্যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । একটি বিশেষ সংস্থার ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু ৷ সেই সংস্থাটি একজন প্রভাবশালী ব্যক্তির বলে জানিয়েছে ইডি । কেন্দ্রীয় এজেন্সির দাবি, আদতে সেই সংস্থাটি ছিল দুর্নীতির সদর সংস্থা । আর সেখান থেকেই টাকা পয়সা ভাগ বাটোয়ারা হতো । ইতিমধ্যেই কালীঘাটের কাকুর কাছ থেকে সংশ্লিষ্ট কোম্পানি এবং তার কার্যক্রম নিয়ে একাধিক প্রশ্নের উত্তর পেয়েছেন তদন্তকারীরা ৷ তবে সেই উত্তরগুলি সঠিক কি না, তা খতিয়ে দেখতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে ক্রস কোয়েশ্চেন করতে চান তদন্তকারী আধিকারিকরা ।