কলকাতা, 10 অক্টোবর:সাম্প্রতিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে সামনে রেখে একশ্রেণির সংবাদমাধ্যম তাঁদের নিয়ে অতিসক্রিয় প্রচার নিয়ন্ত্রণ চেয়ে হাইকোর্টে আবেদন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়। তাঁকে এবং তাঁর স্বামীকে জড়িয়ে সকল তদন্ত সামনে রেখে মিথ্যে, অর্ধসত্য খবর প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ রুজিরার। তাতে তাঁদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলেও মামলায় অভিযোগ করেছেন তিনি। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে।
এরপর কেন্দ্রের সহকারি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যের আবেদনে মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত স্থগিত রেখেছে আদালত। মামলায় আরও অভিযোগ, এই তদন্তগুলি ঘিরে যে কোনওভাবেই তাঁকে ও তাঁর সাংসদ স্বামীকে জড়িয়ে দেওয়া হচ্ছে। খবরের সত্যতা যাচাই করা হচ্ছে না। এতে তাঁদের সামাজিক সম্মানও নষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিছু বাংলা সংবাদপত্র এবং চ্যানেলের সঙ্গে সর্বভারতীয় সংবাদপত্র, স্থানীয় পোর্টাল-সহ সর্বভারতীয় এজেন্সিকেও মামলায় যুক্ত করা হয়েছে। হাইকোর্ট এইসব তদন্তের ক্ষেত্রে তাঁদের নিয়ে খবর প্রচার নিয়ন্ত্রণ করুক, এমনটাই চান রুজিরা ৷