কলকাতা, 14 এপ্রিল : ধর্ষণের প্রতিবাদকারীরা 'নপুংসক' মন্তব্যে কবীর সুমনকে একহাত নিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh attacks Kabir Suman) ৷ রুদ্রনীল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, "হ্যাঁ, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমাচ্ছন্ন ।"
পোস্টে রুদ্রনীল ঘোষ কবীর সুমনের 'নপুংসক' মন্তব্যের একটি স্ক্রিনশট তুলে লেখেন, "বুদ্ধিজীবাণু তুমি কবীর সুমন দালালি করতে গিয়ে বেচলে জীবন ।" (post on social media)৷ সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব থেকে তৃণমূল ঘনিষ্ঠ কবির সুমন ৷ 2009 সালে তিনি তৃণমূল সাংসদও হন । পরবর্তী কয়েক বছর তৃণমূল সঙ্গ ছাড়লেও পরে ফের তৃণমূল শিবিরে নাম লেখান গানওয়ালা । যদিও প্রকাশ্যে তৃণমূলের মিছিলে-মিটিংয়ে আর দেখা যায় না তাঁকে ।
অপরদিকে রুদ্রনীল ঘোষ প্রথমে শাসক শিবিরে থাকলেও গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন । পদ্মফুল প্রতীকে ভোটেও দাঁড়ান তিনি । তাই কবীর সুমন-রুদ্রনীলের এই লড়াই আদতে তৃণমূল- বিজেপির বুদ্ধিজীবীদের মধ্যে । এই পোস্টের মাধ্যমে শুধু কবীর সুমনকে নয়, বাংলার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী মহলকেও কাঠগড়ায় তুললেন রুদ্রনীল ঘোষ ৷ তিনি লেখেন, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমায় চলে যাচ্ছে ৷