পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভার অন্দরেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, ওয়াক আউট করল বিজেপি - Mamata Banerjee

Ruckus in Bengal assembly: আবারও উত্তপ্ত বিধানসভা ৷ সোমবার সকালে বিধানসভার অন্দরেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিল বিরোধীরা ৷ এরপর ওয়াক আউট করে বিজেপি ৷

Ruckus in Bengal assembly
আবারও উত্তপ্ত বিধানসভা

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 12:04 PM IST

Updated : Dec 4, 2023, 12:41 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর:আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন বয়কটের । সেই মতো সোমবার শুরু থেকেই উত্তপ্ত হল রাজ্য বিধানসভা । প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা । আর এই ঘটনাকে ঘিরেই তুমুল হই-হট্টগোল শুরু হয় ৷ এরপর বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা ।

গত সপ্তাহের পর আজও বিধানসভা যে উত্তপ্ত হতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল গতকালই, শুভেন্দু অধিকারীর কথায় ৷ সেই আভাস সত্যি করে সোমবার শুরু থেকেই উত্তাপ ছড়াল রাজ্য বিধানসভায় । সকালে বিধানসভা শুরুর সময় বিধানসভা কক্ষে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপি বিধায়কেরা যখন বিধানসভায় প্রবেশ করেন, তখন দেখেন সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই দেখেই তাঁরা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন এবং অধিবেশন বয়কট করে বেরিয়ে যান ।

বিগত সময়ে দেখা গিয়েছে যে, বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করলেই বিজেপি বিধায়করা সরাসরি বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান । এ দিন অবশ্য সে রকম ঘটনা ঘটেনি । বরং বিজেপি বিধায়কদের নিজেদের পরিষদীয় দলের ঘরে ঢুকে স্লোগান দিতে দেখা যায় । গত সপ্তাহেই বিধানসভার ভিতরে এবং বাইরে যে কোনও ধরনের বিক্ষোভ ও কর্মসূচির ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করেছে রাজ্য বিধানসভা । এই অবস্থায় যে কোনও বিক্ষোভ নতুন করে বিধায়কদের শাস্তির মুখে ফেলতে পারে । মূলত সে কারণেই পরিষদীয় দলের ঘরে এই বিক্ষোভ দেখাতে দেখা যায় । এরপরেই বিজেপি বিধায়করা জানিয়ে দেন, তাঁরা কেউ আর বিধানসভায় ঢুকবেন না । কারণ আজ মুখ্যমন্ত্রীকে বয়কট করছেন তাঁরা ।

প্রসঙ্গত, আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শীতকালীন অধিবেশনের জন্য বয়কট করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রী বিধানসভায় এলেই তাঁকে বিজেপির বিধায়কেরা বয়কট করবেন । সেই মতোই এ দিনের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এই অবস্থায় অধ্যক্ষ এই বিরোধী বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. অসাংবিধানিক আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
  2. 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!
  3. নজিরবিহীন হট্টগোল বিধানসভায়, দ্বিতীয়বার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল
Last Updated : Dec 4, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details