কলকাতা, 4 ডিসেম্বর:আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন বয়কটের । সেই মতো সোমবার শুরু থেকেই উত্তপ্ত হল রাজ্য বিধানসভা । প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা । আর এই ঘটনাকে ঘিরেই তুমুল হই-হট্টগোল শুরু হয় ৷ এরপর বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা ।
গত সপ্তাহের পর আজও বিধানসভা যে উত্তপ্ত হতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল গতকালই, শুভেন্দু অধিকারীর কথায় ৷ সেই আভাস সত্যি করে সোমবার শুরু থেকেই উত্তাপ ছড়াল রাজ্য বিধানসভায় । সকালে বিধানসভা শুরুর সময় বিধানসভা কক্ষে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপি বিধায়কেরা যখন বিধানসভায় প্রবেশ করেন, তখন দেখেন সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই দেখেই তাঁরা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন এবং অধিবেশন বয়কট করে বেরিয়ে যান ।
বিগত সময়ে দেখা গিয়েছে যে, বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করলেই বিজেপি বিধায়করা সরাসরি বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান । এ দিন অবশ্য সে রকম ঘটনা ঘটেনি । বরং বিজেপি বিধায়কদের নিজেদের পরিষদীয় দলের ঘরে ঢুকে স্লোগান দিতে দেখা যায় । গত সপ্তাহেই বিধানসভার ভিতরে এবং বাইরে যে কোনও ধরনের বিক্ষোভ ও কর্মসূচির ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করেছে রাজ্য বিধানসভা । এই অবস্থায় যে কোনও বিক্ষোভ নতুন করে বিধায়কদের শাস্তির মুখে ফেলতে পারে । মূলত সে কারণেই পরিষদীয় দলের ঘরে এই বিক্ষোভ দেখাতে দেখা যায় । এরপরেই বিজেপি বিধায়করা জানিয়ে দেন, তাঁরা কেউ আর বিধানসভায় ঢুকবেন না । কারণ আজ মুখ্যমন্ত্রীকে বয়কট করছেন তাঁরা ।
প্রসঙ্গত, আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শীতকালীন অধিবেশনের জন্য বয়কট করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রী বিধানসভায় এলেই তাঁকে বিজেপির বিধায়কেরা বয়কট করবেন । সেই মতোই এ দিনের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এই অবস্থায় অধ্যক্ষ এই বিরোধী বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই এখন দেখার ।
আরও পড়ুন:
- অসাংবিধানিক আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
- 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!
- নজিরবিহীন হট্টগোল বিধানসভায়, দ্বিতীয়বার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল