কলকাতা, 14 জানুয়ারি : বঙ্গ বিজেপির অভ্যন্তরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ‘বিদ্রোহ’ (Conflict in BJP) ৷ যা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য নেতৃত্বের ৷ সূত্রের দাবি, এই পরিস্থিতিতে দলের অন্দরের কোন্দল ঠেকাতে এবার হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ৷ কানাঘুষো চলছে, বিজেপির শীর্ষস্তরের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কার্যকলাপে নাকি অত্যন্ত ক্ষুব্ধ আরএসএস ৷
আরও পড়ুন :State BJP Plan: লক্ষ্য 2024 লোকসভা ভোট, রাজ্য বিজেপি'তে নতুন মুখেদের প্রাধান্য
ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের প্রধান প্রতিনিধিরা বিজেপি বিধায়কদের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ সেই দলে নাম লিখিয়েছেন অন্যরাও ৷ বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বাড়িতে নাকি বৈঠক করছেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতারা ৷ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে হিরণ চট্টোপাধ্য়ায়ের মতো নব্য বিজেপি নেতাকেও ৷ সূত্রের খবর, এই গোটা ঘটনাক্রমের উপরেই নজর রাখছে আরএসএস ৷ তাদের বক্তব্য, ক্ষোভ মেটাতে বিজেপির রাজ্য নেতারা সেভাবে কোনও উদ্যোগই নিচ্ছেন না ৷ যা একেবারেই নাপসন্দ আরএসএস নেতৃত্বের ৷