পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Conflict in BJP : বিজেপির ‘অন্তর্কলহ’ মেটাতে আসরে আরএসএস, দাবি সূত্রের

বিজেপির ‘অন্তর্কলহ’ (Conflict in BJP) মেটাতে আসরে নামছে আরএসএস ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ ইতিমধ্যেই বিক্ষুব্ধ বিজেপি নেতাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে ৷ তাঁদের দাবি-দাওয়ার কথা জানানো হবে নাগপুরে ৷ তথ্য পাঠানো হচ্ছে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও ৷

rss will intervene to resolve conflict in bjp
Conflict in BJP : বিজেপির ‘অন্তর্কলহ’ মেটাতে আসরে আরএসএস, দাবি সূত্রের

By

Published : Jan 14, 2022, 9:12 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : বঙ্গ বিজেপির অভ্যন্তরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ‘বিদ্রোহ’ (Conflict in BJP) ৷ যা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য নেতৃত্বের ৷ সূত্রের দাবি, এই পরিস্থিতিতে দলের অন্দরের কোন্দল ঠেকাতে এবার হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ৷ কানাঘুষো চলছে, বিজেপির শীর্ষস্তরের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কার্যকলাপে নাকি অত্যন্ত ক্ষুব্ধ আরএসএস ৷

আরও পড়ুন :State BJP Plan: লক্ষ্য 2024 লোকসভা ভোট, রাজ্য বিজেপি'তে নতুন মুখেদের প্রাধান্য

ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের প্রধান প্রতিনিধিরা বিজেপি বিধায়কদের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ সেই দলে নাম লিখিয়েছেন অন্যরাও ৷ বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বাড়িতে নাকি বৈঠক করছেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতারা ৷ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে হিরণ চট্টোপাধ্য়ায়ের মতো নব্য বিজেপি নেতাকেও ৷ সূত্রের খবর, এই গোটা ঘটনাক্রমের উপরেই নজর রাখছে আরএসএস ৷ তাদের বক্তব্য, ক্ষোভ মেটাতে বিজেপির রাজ্য নেতারা সেভাবে কোনও উদ্যোগই নিচ্ছেন না ৷ যা একেবারেই নাপসন্দ আরএসএস নেতৃত্বের ৷

এই প্রেক্ষাপটে আরএসএস নেতারাই নাকি গোপনে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলছেন ৷ বোঝার চেষ্টা করছেন, সমস্যাটা ঠিক কোথায় ৷ আরএসএস-এর নির্দেশে এই প্রক্রিয়া শুরু করেছেন এই রাজ্যে আরএসএস-এর প্রধান নেতা রমাপদ পাল ৷ শীঘ্রই এ নিয়ে নাগপুরে সংগঠনের সদর দফতরে রিপোর্ট পাঠাবেন তিনি ৷ এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য নেতৃত্বের তরফে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলা উচিত বলে আমি মনে করি ৷ আর সংগঠনের মধ্যে কোনও সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা দরকার ৷’’

আরও পড়ুন :BJP Rally In Kolkata: মিছিল ঘিরে বিজেপি কর্মী-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার 10

অন্যদিকে, গোটা ঘটনায় রাজ্য নেতৃত্বের ভূমিকায় বিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও ৷ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ইতিমধ্যেই বিক্ষুব্ধ নেতাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন ৷ সূত্রের দাবি, বিক্ষুব্ধদের দাবি-দাওয়া নিয়ে দিল্লিতে আলোচনা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details