কলকাতা, 17 নভেম্বর : সর্বক্ষণের কর্মী বা হোলটাইমার নিয়োগ করে দলের কাজ করানো এই রাজ্যে নতুন নয় । বাম দলগুলি বিশেষত সিপিআইএমে এই হোলটাইমার নিয়োগের প্রথা আছে । এবার বাম মডেলেই এরাজ্যে হোলটাইমার নিয়োগ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh- RSS)।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় এক হাজার পূর্ণ সময়ের কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কলকাতার প্রতিটি ওয়ার্ডে 1 জন করে এবং জেলার ক্ষেত্রে প্রতিটি পঞ্চায়েতে 1 জন করে এই কর্মী নিয়োগ করা হবে বলে আরএসএস সূত্রে খবর । এই প্রসঙ্গে আরএসএস-এর মুখপত্র বিপ্লব রায় ইটিভি ভারতকে জানিয়েছেন, "মূলত গ্রামপঞ্চায়েত স্তরে এই সমস্ত হোলটাইমাররা কাজ করবেন । আর শহরের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রচারকরা আরএসএসের সংগঠন বৃদ্ধিতে কাজ করবেন ৷"
এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস আরও পড়ুন : JP Nadda on Bengal Politics : বাংলায় নৈরাজ্যের চরম অবস্থা চলছে, উত্তরাখণ্ডে বাঙালিদের অনুষ্ঠানে তোপ নাড্ডার
আরএসএস সূত্রে খবর, নাগপুরের নির্দেশেই রাজ্যে হোলটাইমার নিয়োগের প্রস্তাব পাস হয়েছে । খুব শীঘ্রই এই নিয়োগের কাজ শেষ হবে ৷ পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম পর্যায়ে কলকাতায় নিয়োগ হবে পূর্ণ সময়ের কর্মী । দ্বিতীয় পর্যায়ে হাওড়া, হুগলি, বর্ধমান-সহ আরও 10টি জেলায় এই কর্মীদের নিয়োগ করা হবে । তাঁদের নিয়োগের মূল উদ্দেশ্য হল বাংলায় সংঘের সংগঠনের বিস্তার ঘটানো ।
2021-এর বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বাংলায় নিজেদের সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি । এবার বিজেপির মতাদর্শগত অভিভাবক বলে পরিচিত আরএসএসও এরাজ্যে বুথ স্তরে নিজেদের সংগঠন বৃদ্ধির উপর জোর দিল ৷