পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীকে গোল উৎসর্গ রয় কৃষ্ণের - ATK-মোহনবাগান

"আমাকে ফিজি থেকে উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী নাজ়িয়া । ফিজি থেকে নিয়মিত নানাভাবে উৎসাহ দিয়ে গেছেন । রাত দু'টোর সময় উঠে পরিবারের লোকেরা খেলা দেখেছেন । সবসময় ফোন করে উৎসাহ দিয়েছেন ।" বললেন রয় কৃষ্ণ ।

রয় কৃষ্ণ
রয় কৃষ্ণ

By

Published : Nov 21, 2020, 8:52 PM IST

কলকাতা, 21 নভেম্বর : নবরূপে গতবছর চ্যাম্পিয়নরা চলতি ISL-এ আবির্ভূত হয়েছে । কিন্তু গতবছরের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর একই ভূমিকায় । ধূর্ত সিংহের ক্ষিপ্রতায় প্রতিপক্ষ রক্ষনের ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন রয় কৃষ্ণ । ATK-মোহনবাগানের সমর্থকরা ফিজির স্ট্রাইকারের গোল করার দক্ষতায় আশায় বুক বাধতে শুরু করেছে । সামনে এবার SC ইস্টবেঙ্গল । ISL-এর প্রেস্টিজ ফাইটে রয় কৃষ্ণ বড় ভরসা ।

গত ISL-এ 15 টি গোল করা বুট যেন আবার পরে মাঠে নেমেছেন । প্রথম ম্যাচে গোল করে নায়ক হওয়ার তৃপ্তি রয় কৃষ্ণের গলায় । বলেছেন, "গত দু'মাসের বেশিরভাগ সময় আমার কেটেছে কোয়ারানটিনে । এই দমবন্ধ করা সময়ে আমাকে ফিজি থেকে উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী নাজ়িয়া । ফিজি থেকে নিয়মিত নানাভাবে উৎসাহ দিয়ে গেছেন । রাত দু'টোর সময় উঠে পরিবারের লোকেরা খেলা দেখেছেন । সবসময় ফোন করে উৎসাহ দিয়েছেন ।"

একই সঙ্গে তিনি বলেছেন, "কেরালার বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট একটি কৌশল ছিল । অনেক গুলো গোলের সুযোগ নষ্ট করেও একটি গোল হয়েছে । এইজন্য রক্ষণ এবং মাঝমাঠের কৃতিত্ব রয়েছে । প্রথম দিকে তিরি সন্দেশ-রা অগোছালো থাকলেও সময় গড়ানোর সঙ্গে গুছিয়ে নিয়েছে ।"

এবার সামনে SC ইস্টবেঙ্গল। ISL-এর কাঙ্ক্ষিত ডার্বি । কলকাতার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে থাকার অভিজ্ঞতা না থাকলেও ম্যাচ ঘিরে উন্মাদনা চাক্ষুষ করেছেন রয় কৃষ্ণ । তাই তার আবেদন পাশে থাকার,সমর্থন করার । বাকি প্রত্যাশা পূরনের আশ্বাস ফিজিয়ান গোলমেশিনের ।

ABOUT THE AUTHOR

...view details