কলকাতা, 21 নভেম্বর : নবরূপে গতবছর চ্যাম্পিয়নরা চলতি ISL-এ আবির্ভূত হয়েছে । কিন্তু গতবছরের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর একই ভূমিকায় । ধূর্ত সিংহের ক্ষিপ্রতায় প্রতিপক্ষ রক্ষনের ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন রয় কৃষ্ণ । ATK-মোহনবাগানের সমর্থকরা ফিজির স্ট্রাইকারের গোল করার দক্ষতায় আশায় বুক বাধতে শুরু করেছে । সামনে এবার SC ইস্টবেঙ্গল । ISL-এর প্রেস্টিজ ফাইটে রয় কৃষ্ণ বড় ভরসা ।
গত ISL-এ 15 টি গোল করা বুট যেন আবার পরে মাঠে নেমেছেন । প্রথম ম্যাচে গোল করে নায়ক হওয়ার তৃপ্তি রয় কৃষ্ণের গলায় । বলেছেন, "গত দু'মাসের বেশিরভাগ সময় আমার কেটেছে কোয়ারানটিনে । এই দমবন্ধ করা সময়ে আমাকে ফিজি থেকে উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী নাজ়িয়া । ফিজি থেকে নিয়মিত নানাভাবে উৎসাহ দিয়ে গেছেন । রাত দু'টোর সময় উঠে পরিবারের লোকেরা খেলা দেখেছেন । সবসময় ফোন করে উৎসাহ দিয়েছেন ।"