কলকাতা, 27 নভেম্বর : একা কৃষ্ণে রক্ষা নেই মনবীর তার দোসর। ISL-র প্রথম ডার্বিতে জয়ী এটিকে-মোহনবাগান। ভারতীয় ফুটবলের দুই প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে ISL-র প্রথম ডার্বিতে বল গড়ানো শুরু হল। ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ। শুরুটা দুদলই অতি সাবধানতা নিয়ে শুরু করেছিল। তবে সাবধানতা মোড়ক থাকা সত্ত্বেও বলতে দ্বিধা নেই রবি ফাওলার আস্থা অর্জন করলেন। ISL-র তার দলের প্রথম ম্যাচ ডার্বি হওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল ফুটবলাররা মোটেই গুটিয়ে ছিলেন না। গোলমুখে দলের স্ট্রাইকারদের ক্ষিপ্রতায় ভর দিয়ে বাজিমাত অ্যান্টনি লোপেজ হাবাসের। দিনের শেষে স্কোরবোর্ড বলছে ম্যাচ এটিকে-মোহনবাগানের পক্ষে 2-0। গোলদাতা রয় কৃষ্ণ এবং মনবীর সিং।
প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান ইতিমধ্যে জয় দিয়ে শুরু করে ডার্বিতে নেমেছিল। শুরুতে প্রবীর দাসের দুটো ভাসানো সেন্টার এবং ডেভিড উইলিয়ামসের একটি শট ছাড়া সেভাবে মোহনবাগান চাপ বাড়াতে ব্যর্থ। আরও বিশদে বললে বলা যায় ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, স্টেইনম্যানদের দাপটের সামনে সবুজ মেরুন সেভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ। রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামসকে জুড়ে দিলেও সেই প্রত্যাশিত ঝড় দেখা যায়নি। বরং বিরতির আগে খেলা যত গড়িয়েছে ততই ইস্টবেঙ্গলের পায়ে বলের দখল চলে এসেছে। মাঘোমার নাছোড় মনোভাব, পিলকিংটনের স্কিল মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু বলবন্ত সিং নিষ্প্রভ থাকায় তিরি,সন্দেশ ঝিঙ্গানরা চাপে পড়লেও তা কাটাতে সমস্যায় পড়েননি।