পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণ, মনবীরের গোলে আইএসএল-ডার্বির রং সবুজ-মেরুন - Roy Krishna

দিনের শেষে স্কোরবোর্ড বলছে ম্যাচ এটিকে-মোহনবাগানের পক্ষে 2-0। গোলদাতা রয় কৃষ্ণ এবং মনবীর সিং।

মোহনবাগান
মোহনবাগান

By

Published : Nov 27, 2020, 10:02 PM IST

কলকাতা, 27 নভেম্বর : একা কৃষ্ণে রক্ষা নেই মনবীর তার দোসর। ISL-র প্রথম ডার্বিতে জয়ী এটিকে-মোহনবাগান। ভারতীয় ফুটবলের দুই প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে ISL-র প্রথম ডার্বিতে বল গড়ানো শুরু হল। ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ। শুরুটা দুদলই অতি সাবধানতা নিয়ে শুরু করেছিল। তবে সাবধানতা মোড়ক থাকা সত্ত্বেও বলতে দ্বিধা নেই রবি ফাওলার আস্থা অর্জন করলেন। ISL-র তার দলের প্রথম ম্যাচ ডার্বি হওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল ফুটবলাররা মোটেই গুটিয়ে ছিলেন না। গোলমুখে দলের স্ট্রাইকারদের ক্ষিপ্রতায় ভর দিয়ে বাজিমাত অ্যান্টনি লোপেজ হাবাসের। দিনের শেষে স্কোরবোর্ড বলছে ম্যাচ এটিকে-মোহনবাগানের পক্ষে 2-0। গোলদাতা রয় কৃষ্ণ এবং মনবীর সিং।


প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান ইতিমধ্যে জয় দিয়ে শুরু করে ডার্বিতে নেমেছিল। শুরুতে প্রবীর দাসের দুটো ভাসানো সেন্টার এবং ডেভিড উইলিয়ামসের একটি শট ছাড়া সেভাবে মোহনবাগান চাপ বাড়াতে ব্যর্থ। আরও বিশদে বললে বলা যায় ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, স্টেইনম্যানদের দাপটের সামনে সবুজ মেরুন সেভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ। রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামসকে জুড়ে দিলেও সেই প্রত্যাশিত ঝড় দেখা যায়নি। বরং বিরতির আগে খেলা যত গড়িয়েছে ততই ইস্টবেঙ্গলের পায়ে বলের দখল চলে এসেছে। মাঘোমার নাছোড় মনোভাব, পিলকিংটনের স্কিল মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু বলবন্ত সিং নিষ্প্রভ থাকায় তিরি,সন্দেশ ঝিঙ্গানরা চাপে পড়লেও তা কাটাতে সমস্যায় পড়েননি।


বিরতির পরে শুরুতেই এটিকে-মোহনবাগানের গোল। 48 মিনিটে জাভি হার্নান্দেজের পাস থেকে বল পেয়ে লাল হলুদ ডিফেন্ডার ফক্স এবং নেভিলের সামান্য দ্বিধাকে কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে গোল করেন রয় কৃষ্ণ। কেরালা ব্লাস্টার্সের ম্যাচের পরে ডার্বিতে গোল। চলতি আইএসএলে ফের বিধ্বংসী হয়ে উঠছেন ফিজির স্ট্রাইকার।

পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে লাল হলুদ। ফের বলের দখল নিজেদের পায়ে রাখলেও কাজের কাজটি তারা করতে পারেনি। এজন্য সবুজ মেরুণ রক্ষণকে কৃতিত্ব দিতে হবে। এই সময় চাপ বাড়ছে দেখে হাবাস রণনীতিতে সামান্য বদল করেন। ডেভিড উইলিয়ামসকে তুলে নিয়ে তিনি মনবীরকে নামান। দলকে দ্রুতলয়ের প্রতি আক্রমণ তুলে নিয়ে আসার নির্দেশ দেন। ফলস্বরূপ 85 মিনিটে দ্বিতীয় গোল। নারায়ণ দাসের ভুল ট্যাকেল এবং পরিবর্ত হিসেবে মাঠে নামা অভিষেক আম্বেকরের ভুল কভারিংয়ের ফলে মনবীর সহজে গোল করে যান।


মর্যাদার ডার্বিতে হাবাস জয়ী। তবে দলের আরও উন্নতি প্রয়োজন। ফাওলার প্রথম ম্যাচের নিরিখে হারলেও আশ্বস্ত হতে পারেন। দলের ভারতীয় ফুটবলারদের উন্নতি হলেই দল গোছানো সম্ভব হবে। একই সঙ্গে গোল করার লোক নিয়ে আসতে হবে।

ABOUT THE AUTHOR

...view details