পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tram Route Resumes: শ্যামবাজার থেকে ওয়েলিংটন, ফের চালু হল ট্রামের জনপ্রিয় 5 নম্বর রুট - WBTC West Bengal Transport Corporation

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য 2022 সালের এপ্রিল থেকে 5 নম্বর ট্রামের রুটটি বন্ধ ছিল ৷ এবছর ট্রাম পরিষেবার সার্ধশতবর্ষ ৷ তাই ট্রামপ্রেমীদের অনেক দরবারের পর শ্যামবাজার থেকে ওয়েলিংটন পর্যন্ত ট্রাম চলাচল শুরু হয়েছে (Tram resumes from Shyambazar to Wellington) ৷

Tram to Wellington
ট্রাম পরিষেবা

By

Published : Mar 21, 2023, 7:39 AM IST

Updated : Mar 21, 2023, 11:12 AM IST

কলকাতা, 21 মার্চ: ফের চালু হল ট্রামের 5 নম্বর রুট ৷ এসপ্ল্যানেড থেকে ছেড়ে কলেজস্ট্রিট-ওয়েলিংটন-লেনিন সরণি হয়ে শ্যামবাজার পর্যন্ত যাতায়াত করত এই ট্রাম ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই রুটের ট্রাম চলাচল ৷ তবে গত 24 ফেব্রুয়ারি ট্রাম যাত্রার সার্ধশতবর্ষে আনুষ্ঠানিক ভাবে এই রুটে ট্রাম পরিবহণ শুরু হয়েছে (Shyambazar to Wellington Tram 5 Number Tram Route Restarts in Kolkata) ৷ এখন থেকে যাত্রীরা 5 নং রুটে নিয়মিত ট্রাম পাবেন বলে জানা গিয়েছে ৷

কলকাতার প্রায় 30টি রুটের মধ্যে এই 5 নম্বর রুট বহু পুরনো এবং জনপ্রিয় রুট ৷ সকাল সাড়ে 8টার পর থেকে ওয়েলিংটনে ওয়ানওয়ে হয়ে যায় ৷ শ্যামবাজার থেকে ওয়েলিংটন পৌঁছতে ট্রামই ভরসা আমজনতার ৷ তাই ট্রামে স্কুল-কলেজের পড়ুয়া, অফিস যাত্রীদের ভিড় হয় ৷ সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে অন্য রুটগুলি বন্ধ হয়ে গেলেও 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত 5 নম্বর ট্রামের রুটটি চালু ছিল ৷ নিয়মিত যাত্রী পরিষেবা মিলত ৷

এর পর ওয়েলিংটন অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজে 2022 সালের 2 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় রুটটি ৷ ওই সময় কলকাতা ট্রাফিক পুলিশ, পৌরনিগম এবং পরিবহণ দফতর থেকে জানানো হয়েছিল, মেট্রোর কাজের জন্য আপাতত ওয়েলিংটন দিয়ে ট্রাম বা কোনও ভারী গাড়ি যাবে না ৷ ততদিনে বউবাজারে সুড়ঙ্গ খননের সময় বউবাজার অঞ্চলে বিপর্যয় সৃষ্টি হয় ৷ এইসব মিলিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি মেট্রো কর্তৃপক্ষ ৷ 2022 সালের অগস্ট পর্যন্ত ওয়েলিংটনের উপর দিয়ে ভারী গাড়ি এবং ট্রামের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ৷ এরপর ফের বউবাজার অঞ্চলে মেট্রোর কাজের ফলে বিপর্যয় ঘটে ৷ কাজের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় ৷ ট্রামলাইন এবং ওভারহেড তারগুলি অক্ষত রাখা হয়েছিল ৷ ওই রুটের ট্রামগুলিকে শ্যামবাজার ট্রামডিপো হোল্ডিং পয়েন্টে রেখে দেওয়া হল ৷

আরও পড়ুন: ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

বছরের শেষে ওয়েলিংটন রুটে ফের ভারী গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হলেও ট্রাম চালাবার ক্ষেত্রে অনীহা দেখা গেল ৷ ক্যালকাটা ট্রাম ইউজারর্স অ্যাসোসিয়েশন (Calcutta Tram Users Association, CTUA)-এর দাবি, সে সময় কলকাতা পুলিশ জানিয়েছিল, ওই রুটে ট্রাম চললে কলেজ স্ট্রিট ও হাতিবাগান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হবে ৷ এবছর ট্রাম পরিষেবার সার্ধশতবর্ষ উদযাপনের প্রাক্কালে সিটিইউএ-এর পক্ষ থেকে পরিবহণ দফতর এবং ট্রাফিক পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় ৷ অনেক চেষ্টার পর 5 নং রুটটি সচল করে সংশ্লিষ্ট দফতর ৷

সিটিইউএ-র তরফে ট্রাম গবেষক ও ট্রামপ্রেমী ডক্টর দেবাশিস ভট্টাচার্য বলেন, "মেট্রোরেলের কাজের জন্য ওই রুটটি বন্ধ হয়ে যায় ৷ মেট্রোর কাজ শেষ হলে পর ভারী যান চলাচলের অনুমতি মিললেও ট্রাম চলাচল বন্ধই ছিল ৷ ট্রামের সার্ধশতবর্ষ অনুষ্ঠানে দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন ৷ সেই সময় যদি মেট্রোর দু'টি রুটে ট্রাম চলে, তাহলে সেটা খারাপ দেখায় ৷ তাই বহু তদবির করে অনুষ্ঠানের কিছু আগে রুট পরীক্ষা করে 24 ফেব্রুয়ারি থেকে রুটটি (আনুষ্ঠানিকভাবে) চালু হল ৷"

তিনি আরও জানান, ট্রাম চালাতে চালক প্রয়োজন ৷ সেই চালকেরই অভাব দেখা দিয়েছে ৷ অন্যদিকে এতদিন রুটটি বন্ধ থাকায় ট্রামগুলিরও মেরামত প্রয়োজন ৷ ট্রামের অভাবের ফলে তা এখন অনিয়মিত ভাবে চলবে ৷ তবে, এই রুটে হাসপাতাল, স্কুল-কলেজ থাকায় মাঝে মাঝে ট্রাম চালালে কোনও কাজের কাজ হবে না ৷

এই বিষয়ে আরেক সদস্য সাগ্নিক গুপ্ত জানান, 2022 সালের 2 এপ্রিল বন্ধ হওয়া রুটে 24 ফেব্রুয়ারি ট্রাম ফের চালু হয়েছে ৷ কিন্তু ওই রুটে আগে যে ছ'টি গাড়ি চলত, সেগুলি বহুদিন ব্যবহার না-হওয়ায় মেরামত করা দরকার ৷ তাই গড়িয়াহাট ডিপো থেকে দু'টি গাড়ি এনে এখন এই রুটে চালানো হচ্ছে ৷ অথচ বেলগাছিয়া, শ্যামবাজার, শ্রীমানী মার্কেট এবং হাতিবাগানের মতো এলাকায় মানুষ ট্রাম পেলে খুবই উপকৃত হয় ৷ তিনি আরও বলেন, "2022 সালে ওই রুটে ট্রাম বন্ধ করে দিলে সাধারণ মানুষের মধ্যে বেশ রোষের সৃষ্টি হয়েছিল ৷ কারণ ওয়েলিংটনে ওয়ানওয়ে হয়ে গেলে ট্রামই একমাত্র পরিবহণ ব্যবস্থা ৷ 2022 সালে 1 এপ্রিল ওই রুটে শেষ যাত্রী পরিষেবা দেওয়া হয়েছিল ৷ আমরা ট্রামে ছিলাম ৷ দেখেছিলাম, সেই দিন ও রাতের ট্রামে ভিড় ঠাসা ছিল ৷ ঠিক একইভাবে 24 ফেব্রুয়ারি ফের যখন এই রুট চালু হওয়ার দিন থেকে বহু মানুষ এই রুটে নিয়মিত ট্রাম ব্যবহার করছে ৷"

আরও পড়ুন: ব্যস্ত শহরে শতাব্দী প্রাচীন ট্রাম আজ একা ! 150 বছরের জন্মদিনে এক ঝলকে তিলোত্তমার ট্রাম

Last Updated : Mar 21, 2023, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details