কলকাতা, 10 জুন : ফের শহরে উদ্ধার পচা-গলা দেহ । একটি বন্ধ দোকান থেকে উদ্ধার হয় ওই পচা-গলা দেহটি । ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় ভবানীপুর থানা এলাকার হরিশ মুখার্জি রোডে ৷
ভবানীপুরে দোকানের শাটার ভেঙে উদ্ধার পচা-গলা দেহ - ভবানীপুর থানা
পুলিশ এসে দোকানের শাটার ভেঙে দেখে একটি পচা গলা দেহ পড়ে রয়েছে । শরীরের নিম্ন অংশটি পচে গিয়েছে । হার বেরিয়ে গিয়েছে । প্রায় সারে পাচ ফুট লম্বা দেহটি ।
ভবানীপুর এলাকায় হরিশ মুখার্জি রোডে একটি নাম করা মিষ্টির দোকানের সংলগ্ন অন্য একটি দোকান থেকে পচা গন্ধ আসছিল । এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়াতে তারা খবর দেন ভবানীপুর থানায় । এরপরেই পুলিশ এসে দোকানের শাটার ভেঙে দেখে একটি পচা গলা দেহ পড়ে রয়েছে । শরীরের নিম্ন অংশটি পচে গিয়েছে । হার বেরিয়ে গিয়েছে । প্রায় সারে পাচ ফুট লম্বা দেহটি ।
পুলিশ কঙ্কালটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে । দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে জানা গিয়েছে । কিন্তু বন্ধ দোকানের মধ্যে কীভাবে কংকালটি এল তা তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ ।