পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনিয়োগকারীদের 10 হাজার 500 কোটি টাকা ফেরত দিয়েছে রোজ়ভ্যালি, জানাল ED - Rose Valley has returned Rs 10,500 crore

রোজ়ভ্যালি সংস্থা বিনিয়োগকারীদের থেকে 17 হাজার 520 কোটি টাকা তুলেছিল । তার 10 হাজার 500 কোটি টাকা সংস্থা ফেরত দিয়েছে বলে জানিয়েছেন ED-র এক আধিকারিক ।

Rose Valley
প্রতীকী ছবি

By

Published : Oct 5, 2020, 11:58 PM IST

কলকাতা, 5 অক্টোবর : বিনিয়োগকারীদের 10 হাজার 500 কোটি টাকা ফেরত দিয়েছে রোজ়ভ্যালি । আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একথা জানানো হয়েছে ।

রোজ় ভ্যালি সংস্থা বিনিয়োগকারীদের থেকে 17 হাজার 520 কোটি টাকা তুলেছিল । তার মধ্যে 10 হাজার 500 কোটি টাকা তারা ফেরত দিয়েছে বলে জানিয়েছেন ED-র এক আধিকারিক ।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, ED ইতিমধ্যেই 4 হাজার 500 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে । এবং আর্থিক তছরুপ সংক্রান্ত দু'টি মামলা রুজু করা হয়েছে PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) আদালতে ।

ছয় বছর আগে রোজ় ভ্যালি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয় । দ্বিতীয় যে মামলাটি দায়ের করা হয়েছে, তাতে রোজ় ভ্যালির কর্ণধার সহ তছরুপে অভিযুক্ত প্রত্যেকের নাম রয়েছে । প্রসঙ্গত রোজ় ভ্যালি সংস্থার কর্ণধার এখনও জেলেই রয়েছেন ।

ED-র ওই আধিকারিক জানিয়েছেন, SEBI-র দায়ের করা মামলার শুনানির জন্য আদালত নভেম্বর মাসে সময় দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details