কলকাতা, 10 অক্টোবর : "প্রতিদ্বন্দ্বিতা স্বাস্থ্যকর । প্রতিদ্বন্দ্বিতা খেলোয়াড়দের অনুপ্রাণিত করে ।দলকে উদ্বুদ্ধ করে । আমি জানি এই ম্যাচটি সমর্কদের জন্য কত গুরুত্বপূর্ণ । আমি আই লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতার লড়াই সম্বন্ধে জানি । আমি নিজে ফুটবলার হিসেবে অনেক ডার্বি খেলেছি । তাই ডার্বির গুরুত্ব জানা রয়েছে।অবশ্যই ISL-এ সেই প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসবে," এভাবেই ডার্বি নিয়ে নিজের মতামত প্রথম দিনেই জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচ রবি ফাউলার ।
ডেপুটি গ্রান্টকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লাল হলুদের হেডস্যার । মাঝের সময়ে ইতিমধ্যে ইস্টবেঙ্গল নিয়ে তিনি যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন তা বুঝিয়ে দিলেন । সাতজনের স্কোয়াড নিয়ে দ্রুত ভারতে পা দিচ্ছেন । লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটানোর ব্যাপারে আশ্বস্ত করছেন । ISL-র মঞ্চে ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের বুঝতে রেনেডি সিং যে অন্যতম ভরসা তা বুঝিয়ে দিলেন ফাউলার । তাছাড়াও টনি গ্রান্ট, টেরি ম্যাকফিলিপস, ববি মিমসের মত ডেপুটি যে ইস্টবেঙ্গলের ডাগ তার লক্ষ্য পূরণের অন্যতম ভরসা তা বুঝিয়ে দিয়েছেন ।