পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

31 সেপ্টেম্বর পর্যন্ত রোড ট্যাক্স জমার মেয়াদ বাড়ল - অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি

ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অ্যাক্টের নিয়ম অনুসারে রোড ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্স জমার মেয়াদ বাড়ানো হল 31 সেপ্টেম্বর পর্যন্ত । তবে বেসরকারি বাসের ক্ষেত্রে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।

The road tax period was extended till September 31
The road tax period was extended till September 31

By

Published : Jul 28, 2020, 3:36 AM IST

কলকাতা, 27 জুলাই : 31 সেপ্টেম্বর পর্যন্ত রোড ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্স জমার মেয়াদ বাড়ানো হল । আজ রাজ্য পরিবহন দপ্তরের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় । জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অ্যাক্টের নিয়ম অনুসারে 1 জুলাই থেকে 31 সেপ্টেম্বরের মধ্যে রোড ট্যাক্স ও অন্যান্য ট্যাক্স জমা করা যাবে ।

লকডাউনের জেরে যেসব গাড়ির পারমিট, CF ও ড্রাইভিং লাইসেন্সের নবীকরণ বাকি রয়েছে সেসব গাড়িগুলিকে 31 জুলাই পর্যন্ত ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে নির্দেশিকায় । তবে এই নিয়ম লাগু করা হবে শুধুমাত্র কন্ট্রাক্ট ক্যারেজ, গুডস ক্যারেজ ও এসি প্যাসেঞ্জার ক্যারেজের ক্ষেত্রে ।

বেসরকারি বাসের ক্ষেত্রে এখনও কোনও ঘোষণা করা হয়নি । যদিও বারবার বেসরকারি বাস ও মিনিবাস মালিক সংগঠন রোড ট্যাক্স ও অন্যান্য ট্যাক্সের উপর জরিমানা মকুবসহ আরও বেশ কয়েক দফা দাবি নিয়ে চিঠি দিয়েছে ।

এবিষয়ে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "আজ যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে বেসরকারি বাস ও মিনি বাসের কথা কিছু বলা হয়নি । আমরা আশা করছি যে বাসের বিষয়টিকে বিবেচনা করে পরে হয়তো বিজ্ঞপ্তি বেরোবে । যদিও জরিমানা ছাড়ের পাশাপাশি আমরা সরকারের কাছে বারবার ট্যাক্স ও CF ছাড়ের দাবি জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details