কলকাতা, 12 এপ্রিল : কোরোনা সংক্রমণ আটকাতে লকডাউনকে গুরুত্ব দিন ৷ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ৷ এমনই বার্তা দিতে পাটুলি বাঘাযতীন গাঙ্গুলিবাগানে করা হল রোড পেন্টিং ৷ গতকাল সারারাত ধরে এলাকার বিভিন্ন রাস্তায় বাড়িতে থাকার আবেদন জানিয়ে ছবি আঁকা হল ৷ 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এলাকাবাসীকে সচেতন করতে এই রোড পেন্টিংয়ের পরিকল্পনা নেন ৷ নিজের শহরকে সুস্থ রাখতে বাড়িতে থাকা অত্যন্ত প্রয়োজন ৷ তিনি কলকাতা পৌরনিগমের তরফে শহরবাসীর কাছে এই আবেদনই করেছেন রোড পেন্টিংয়ের মাধ্যমে ৷
রোড পেন্টিংয়ে চিকিৎসকদের ছবি, বাড়িতে থাকার আবেদন শহরবাসীর কাছে - Lockdown
কোরোনা সংক্রমণ রুখতে বাড়িতে থাকার আবেদন জানালেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ 101 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় করা হল রোড পেন্টিং ৷ চিকিৎসকদের ছবি এঁকে মানুষকে বাড়িতে থেকে সুস্থ থাকার আবেদন জানানো হয় ৷
![রোড পেন্টিংয়ে চিকিৎসকদের ছবি, বাড়িতে থাকার আবেদন শহরবাসীর কাছে রোড পেন্টিং](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6763769-638-6763769-1586689571820.jpg)
এর আগেও এলাকার অনেক রাস্তায় রোড পেন্টিং করা হয়েছে ৷ তবে, এবারের রোড পেন্টিং অনেক আলাদা ৷ রাস্তায় আঁকা হয়েছে চিকিৎসকদের ছবি ৷ ছবিতে চিকিৎসকরা সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছেন ৷ মানুষকে সুরক্ষিত রাখার কাজ করে চলেছেন তাঁরা ৷ তাই মানুষ যেন বাড়িতেই থাকে ৷ এমনই বার্তা দেওয়া হল ছবিগুলির মাধ্যমে ৷ কোথাও রোড পেন্টিংয়ে দেখানো হয়েছে, মানুষ সচেতন হয়ে নিজেরাই গৃহবন্দী হয়ে রয়েছেন ৷
বাপ্পাদিত্য বলেন, এর আগেও স্যানিটাইজ়ার ও মাস্ক ব্যবহারের কথা জানিয়ে রোড পেন্টিং করা হয়েছিল ৷ বলা হয়েছিল, বারবার হাত ধুয়ে নিজেদের পরিষ্কার রাখার কথাও ৷ তবে, এবারের রোড পেন্টিংয়ে বলা হল, সকলে যেন লকডাউন মেনে চলেন ৷ কেউ যেন বাড়ির বাইরে না যান ৷ নিজেদের বাড়িতে সুস্থ থেকে সমাজকে রক্ষা করার আবেদন জানানো হয়েছে ৷