কলকাতা, ১১ নভেম্বর : শিয়ালদা জগৎ সিনেমার কাছে ধস নামল রাস্তায় । এতে বন্ধ যান চলাচল । ফলে মধ্য কলকাতায় তৈরি হয়েছে তীব্র যানজট ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, জগৎ সিনেমার ঠিক উলটোদিকে 302 APC রোডে রাস্তা 7 থেকে 8 ফুট বসে গেছে । সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে । ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বড় গাড়ি চলাচলও ৷ উত্তরমুখী লেন দিয়ে ছোট গাড়ি কোনও রকমে চালানো হচ্ছে ৷ তার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা । শিয়ালদা রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট । দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চলছে ।