পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদায় জগৎ সিনেমার কাছে রাস্তায় ধস, বন্ধ যান চলাচল - শিয়ালদা রাজাবাজার ধস,

ঘটনাটি ঘটে সাড়ে এগারোটা নাগাদ ৷ এর ফলে তৈরি হয়েছে তীব্র যানজট ৷

ধস রাস্তায়

By

Published : Nov 11, 2019, 1:18 PM IST

Updated : Nov 11, 2019, 3:35 PM IST

কলকাতা, ১১ নভেম্বর : শিয়ালদা জগৎ সিনেমার কাছে ধস নামল রাস্তায় । এতে বন্ধ যান চলাচল । ফলে মধ্য কলকাতায় তৈরি হয়েছে তীব্র যানজট ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, জগৎ সিনেমার ঠিক উলটোদিকে 302 APC রোডে রাস্তা 7 থেকে 8 ফুট বসে গেছে । সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে । ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বড় গাড়ি চলাচলও ৷ উত্তরমুখী লেন দিয়ে ছোট গাড়ি কোনও রকমে চালানো হচ্ছে ৷ তার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা । শিয়ালদা রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট । দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চলছে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগে এই রাস্তার পাশে ম্যানহোলের কাজ হয়েছে। কিছুটা গর্ত ছিল। বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টিতে জল ঢুকে যায় সেই গর্তে। আর তাতেই ঘটে বিপত্তি । রাস্তা প্রায় সাত থেকে আট ফুট বসে যায় ৷

পুলিশ সূত্রে খবর দক্ষিণ মুখী গাড়িগুলোকে রাজাবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা রোড হয়ে কিছু বাস চলাচল করছে। ফলে নারকেলডাঙ্গা,রাজাবাজার ,কাঁকুড়গাছি বিস্তীর্ণ এলাকাতেও তৈরি হয়েছে যানজট । তার প্রভাব পড়েছে মানিকতলা সহ উত্তর কলকাতাতেও । সেখানেও তৈরি হচ্ছে যানজট।

Last Updated : Nov 11, 2019, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details