কলকাতা, ৪ মার্চ : রাজ্যে পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে ১৪ শতাংশ। আজ টুইট করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে মুখ্যমন্ত্রী টুইট করেন, "আজ থেকে শুরু হচ্ছে ৪৮ তম জাতীয় পথ সুরক্ষা সপ্তাহ। আমাদের সেফ ড্রাইভ সেভ লাইভ ক্যাম্পেন পশ্চিমবঙ্গে সফল। এই ক্যাম্পেনের মাধ্যমে কলকাতায় পথ দুর্ঘটনার পরিমাণ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১২ শতাংশ কমেছে। আর রাজ্যের অন্যান্য এলাকায় পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে ১৪ শতাংশ।"