কলকাতা, 23 নভেম্বর: চিকিৎসা পরিষেবায় এ বার বড় ধরনের রদবদল রাজ্যে । হাসপাতালে আবাসিক চিকিৎসক তথা রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (আরএমও) পদ তুলে দেওয়ার (RMO Post Obsoleted) সিদ্ধান্ত নেওয়া হল । তার বদলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Medical Assistant Professor) হিসেবে চিকিৎসক নিয়োগ করা হবে ।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিসেস-এর মাধ্যমেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে বলে জানিয়েছেন এক স্বাস্থ্য দফতরের (West Bengal Health department) এক আধিকারিক । সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, আরএমও তথা ক্লিনিক্যাল টিউটর অথবা ডেমনস্ট্রেটর-এর পদ তুলে দেওয়া হচ্ছে ।
তবে এখন যাঁরা আরএমও হিসেবে কাজ করছেন, তাঁরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন । শিক্ষাগত যোগ্যতা রয়েছে যাঁদের, তাঁদের পদোন্নতিও হবে । চাকরির নিয়মেও কোন পরিবর্তন হবে না । তবে ওই আর নতুন নিয়োগ করবে না রাজ্য ।
আরও পড়ুন: SSC Group-D Recruitment Corruption :এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের
তবে অধুনা সৃষ্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিও বেঁধে দিয়েছে রাজ্য । ডক্টর অব মেডিসিন (এমডি) অথবা মাস্টার অব সার্জারি (এমএস) ডিগ্রি এবং সিনিয়র রেসিডেন্ট (এসআর) হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতেই হবে প্রার্থীর ।
ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এ যদিও আরএমও পদের অস্তিত্ব নেই । তার বদলে রয়েছে শিক্ষক অথবা ফ্যাকাল্টি এবং আবাসিক চিকিৎসকের পদ । আবাসিক চিকিৎসকদের মধ্যে আবার সিনিয়র (এসআর) এবং জুনিয়র রেসিডেন্ট (জেআর) থাকেন ।
এত দিন বাংলায় এসআর পদটি ছিল তিন বছরের চুক্তিভিত্তিক । চুক্তি লঙ্ঘন করলে জনৈক চিকিৎসককে 10 লক্ষ টাকা দিতে হতো রাজ্যকে । তবে আরএমও পদটি বিলুপ্ত হওয়ায় খুশি হয়েছেন হীরালাল কোনার নামের এক চিকিৎসক । তাঁর বক্তব্য, ‘‘এনএমসি ঢের আগেই আরএমও পদ তুলে দিয়েছে ৷ বাংলা ছাড়া দেশের আর কোথাও এই পদটি নেই ৷ তবে একটা বিষয় এখনও স্পষ্ট হল না যে, যে সংখ্যায় আরএমও নিয়োগ করা হতো আগে, সেই সমসংখ্যক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে কি না৷’’
আরও পড়ুন:Baluchori Saree : তন্তুজ কিনছে বালুচরী, খুশির হাওয়া বাঁকুড়া-বিষ্ণুপুরে
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, আর কী কী শর্তাবলী পূরণ করতে হবে প্রার্থীদের, এখনও তা চূড়ান্ত হয়নি ৷ খুব শীঘ্র সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে ৷