পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

steel director died on covid: কোভিড প্রাণ কাড়ল শিল্পকর্তা মলয় মুখোপাধ্যায়ের - rip jsw steels director malay mukherjee died on covid

কোভিড পরবর্তী জটিলতায় প্রয়াত হলেন জেএসডাব্লু স্টিলের ডিরেক্টর মলয় মুখোপাধ্যায় (rip jsw steels director malay mukherjee died on covid)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।

malay
malay

By

Published : Jan 31, 2022, 3:36 PM IST

Updated : Jan 31, 2022, 5:02 PM IST

31 জানুয়ারি, ২০২২: প্রয়াত হলেন জেএসডাব্লু স্টিলের ডিরেক্টর মলয় মুখোপাধ্যায় (rip jsw steels director malay mukherjee died on covid) । কোভিড পরবর্তী জটিলতায় শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর । মৃতুকালে বয়স হলেছিল 74 বছর । লক্ষীনিবাস মিত্তালের ইস্পাত শিল্পের সাম্রাজ্যকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা ছিল মলয় মুখোপাধ্যায়ের । মলয় মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে একটি টুইট করছেন জেএসডাব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল । এই টুইটে তিনি লেখেন, "ইস্পাত শিল্পে একজন অসামান্য এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন মলয় মুখার্জী । তাঁর অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রকল্প ব্যবস্থাপনায় খুঁটিনাটির উপর নজর জেএসডাব্লু স্টিলের কাছে খুবই মূল্যবান। আমরা তাঁকে মিস করব।"

আরও পড়ুন:Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

প্রয়াত মলয় মুখোপাধ্যায় নিজের কর্মজীবন শুরু করেছিলেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড-এর মতো রাষ্ট্রায়াত্ত সংস্থাতে । এরপর তিনি যোগ দিয়েছিলেন বার্ণপুরের আইআইএসকোতে। পরবর্তীকালে নিজের কর্মদক্ষতায় ভিলাই স্টিল প্ল্যান্টের সর্বকনিষ্ট ডিরেক্টর হন মলয় মুখোপাধ্যায় । 1993 সালে তিনি লন্ডনে ইস্পাত ইন্টারন্যাশনাল-এ মিত্তালদের সঙ্গে যোগ দেন । তাঁর প্রয়াণে শোকহত তাঁর স্ত্রী, এক পুত্র, দুই নাতি ও তাঁর ভাই কলকাতা হাইকোর্টের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ।

Last Updated : Jan 31, 2022, 5:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details