পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অললাইন প্রতারণায় টাকা খোয়ালেন বেহালার প্রাক্তন শিক্ষক

অজান্তেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন বেহালা অরবিন্দপল্লির প্রাক্তন শিক্ষক শুভ্রেন্দুশেখর সরকার । অ্যাপ ডাউনলোডের পর তাঁর অ্যাকাউন্ট থেকে 4 বার 91,000 টাকা তুলে নেওয়া হয় ।

KOLKATA
অললাইন প্রতারণায় টাকা খোয়ালেন কলকাতার এক প্রাক্তন শিক্ষক

By

Published : Jul 12, 2021, 11:06 PM IST

কলকাতা, 12 জুলাই : আবারও অনলাইন প্রতারণার ঘটনা ঘটল শহর কলকাতায় । অজান্তেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন প্রাক্তন এক স্কুল শিক্ষক । নাতির স্কুলে ভর্তির জন্য কিছু টাকা রেখেছিলেন বেহালা অরবিন্দপল্লীর প্রাক্তন শিক্ষক শুভ্রেন্দুশেখর সরকার । শনিবার তাঁর কাছে একটি ফোন আসে । সেখানে ব্যাঙ্কের ডকুমেন্ট মিসিংয়ের কথা বলা হয় । এরপর একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এই অ্যাপ ডাউনলোডের পর প্রতারকরা নানাভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে 4 বার 91,000 টাকা তুলে নেয় ।

এরপর শুভ্রেন্দুশেখরবাবু আর্থিক প্রতারণার কারণ দেখিয়ে সোমবার বেহালা পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে । যে নম্বরগুলি থেকে ফোন এসেছিল, সেই নম্বরের গতিবিধিও জানার চেষ্টা চালানো হচ্ছে । তবে একও কিছু জানা যায়নি ।

আরও পড়ুন: কলকাতায় ঝাঁপ বন্ধ করছে আরও একটি সংস্থা, কাজ হারাবেন প্রায় 250 শ্রমিক

একসঙ্গে বিরাট অঙ্কের টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন শিক্ষক শুভ্রেন্দুশেখর সরকার । এই ধরনের প্রতারণা থেকে সাধারণকে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন । সরকারকেও সাধারণ মানুষকে আরও সচেতন করার অনুরোধ জানান । আর যাতে কেউ এই প্রতারণার শিকার না হন সেই বিষয়েও বার্তা দিয়েছেন তিনি । এই হারানো টাকা ফেরত পাবেন কিনা সেই বিষয়েও সন্দিহান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details