কলকাতা, 11 মার্চ : নিয়মের গেরোয় আটকে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ ও ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ ৷ মোট 200 জন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ আটকে ছিল । দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের দাবিতে কখনও কলেজের সামনে, কখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা । অবশেষে পূরণ হল তাঁদের দাবি । জয়পুরিয়া ও ফকিরচাঁদ কলেজের ওই ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।
c উপস্থিতি কম থাকা বা ফর্ম ফিলাপ না করার কারণে দ্বিতীয় বা চতুর্থ সেমেস্টারে নন-কলেজিয়েট হয়ে যান ওই পড়ুয়ারা । সিবিসিএস-র নিয়ম অনুযায়ী, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার পরেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে ধরা হয় তাঁদের । কিন্তু, গত বছর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা হয়ে যায় । যেহেতু, ওই পড়ুয়ারা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেন, তাই তাঁদের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা গ্রাহ্য করা হবে না বলে জানানো হয়েছিল । যার ফলে নিয়মের গেরোয় ফেঁসে গিয়েছিলেন ওই পড়ুয়ারা ।
গত বছর নভেম্বর মাস থেকেই ফলপ্রকাশ করার দাবিতে সরব হয়েছিলেন ওই পড়ুয়ারা । মুখ্যমন্ত্রীকে চিঠি, কলেজের সামনে দফায় দফায় বিক্ষোভ, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান সবই করেন তাঁরা । শেষ পর্যন্ত আন্দোলনের ফলে পেল ওই পড়ুয়ারা । গতকাল তাঁদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।