রামপুরহাট (বীরভূম), 1 মে: বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ সেই খবর পেয়ে নিহত লালন শেখের স্ত্রী রেশমা বিবি বলেন, "হাইকোর্টের এই আদেশকে স্বাগত জানাই । যাঁরা প্রকৃত দোষী তাঁদের শাস্তি চাই ।"
রেশমা বিবি আরও বলেন, "এই খবর টা শুনে আমার ভালো লাগছে । আদালত যা করেছে ভালোর জন্য করেছে । এবার আমার স্বামীর খুনিরা শাস্তি পাবে ।" পাশাপাশি অভিযুক্ত সিবিআই অফিসারদের হাইকোর্টের তরফে রক্ষাকবচ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি দাবি করেন, সিবিআই অফিসাররা তাঁর স্বামীকে খুন করেছে । কেন তাদের রক্ষাকবচ দিল হাইকোর্ট ?
প্রসঙ্গত, গত বছর 21 মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকে । সেই খুনের বদলা নিতে বগটুই গ্রামে শিশু-সহ 10 জনকে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই । এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ভাদু শেখের অনুগামী লালন শেখের ।