কলকাতা, 18 জানুয়ারি: শীত তার শেষ দফায় নতুনভাবে ইনিংস সাজাতে চাইছে। তবে আগের মতো মারকুটে মেজাজে নয়, এবার মাঘ মাসে তার ইনিংস অনেক বেশি সংযত। যার সঙ্গে মাঘের শীত বাঘের গায়ে এই প্রবাদের মিল নেই। আলিপুর হাওয়া অফিস বলছে, আজ, অর্থাৎ বুধবার ও আগামিকাল এবং আগামী আরও দুইদিন অর্থাৎ মোট চারদিন দুই বঙ্গেই ঠান্ডার আমেজ বজায় থাকবে (West Bengal Winter Report)।
20 জানুয়ারি পারদ তুলনামূলকভাবে কমবে। তবে রবিবার, 22 জানুয়ারি থেকে পারদ ফের চড়বে। আজ এবং আগামিকাল দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস শুষ্ক আবহাওয়া। আগামী তিনদিন দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার দাপট চলবে সে কথাও হাওয়া অফিস জানিয়েছে।
উল্লেখ্য, মকর সংক্রান্তির পর তাপমাত্রা কমার লক্ষণের কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস ৷ তবে কমলেও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে তাপমাত্রা ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা বলছেন, পারদ নেমে 15 ডিগ্রির নীচে চলে যাওয়ার সম্ভাবনা কম ৷ সেক্ষেত্রে শীতের শিরশিরানি থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কামড় অনূভুত হওয়ার সম্ভাবনা কম ৷
আরও পড়ুন:আপনার অর্থ ভাগ্য কেমন, জানুন রাশিফলে
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86 শতাংশ। আজ, বুধবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন দিনেরবেলা আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘুর্ণাবর্ত। যা ওড়িশার উপকূল ধরে অগ্রসর হলেও বঙ্গে প্রবেশ করছে না। ফলে উপকূলবর্তী জেলা এবং কলকাতায় 22 জানুয়ারির পর থেকে পারদ চড়লেও উত্তরবঙ্গে আরও কিছুদিন ঠান্ডা চলবে। তাই শেষ দফার শীতে কামড় না-থাকলেও আমেজ থাকছে।