কলকাতা, 15 অক্টোবর: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়াল স্বাস্থ্য দফতরের রিপোর্ট ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, গত এক সপ্তাহে 5 হাজার 369 জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন (Dengue situation in West Bengal) । শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই এই সময়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1 হাজার থেকে বেড়ে হয়েছে 1 হাজার 250 ৷
রাজ্যের পৌর এলাকাগুলির মধ্যে কলকাতায় ডেঙ্গির প্রভাব সবথেকে বেশি ৷ কলকাতার 101, 109, 112 ও 121 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব সবথেকে বেশি (Dengue in Kolkata) ৷ এতদিন 109 নম্বর ওয়ার্ডে কোনও ডেঙ্গি আক্রান্ত না-থাকলেও, এক লাফে ওই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে 154 শতাংশেরও বেশি । বিশেষজ্ঞদের অনুমান, 2019 সালে যে ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছিল তাকে পিছনে ফেলে রেকর্ড গড়ছে এবছরের ডেঙ্গির হার । বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসক মহল ৷ পুজোর সময় এবার বৃষ্টি হয়েছে সেটাও ভয়ের কারণ হিসাবে দেখছেন চিকিৎসকরা (worried dengue situation in Bengal) ।