পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে পুনর্নির্বাচন - kolkata

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে ভোটগ্রহণ হবে । আপাতত আর কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই ।

ফাইল ফোটো

By

Published : May 21, 2019, 10:43 AM IST

কলকাতা, 21 মে : সপ্তম দফার ভোটে একটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন । উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা এলাকার 200 নম্বর বুথে হবে পুনর্নির্বাচন ।

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে ভোটগ্রহণ হবে । সব ঠিক থাকলে আর কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই ।
ভাটপাড়া বিধানসভাসহ একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু স্ক্রুটিনিতে সেই দাবির যৌক্তিকতা খুঁজে পায়নি কমিশন।

আপাতত, সপ্তম দফা ভোটের একটি বুথেই হচ্ছে পুনর্নির্বাচন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details