পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Measles-Rubella Vaccination: হাম ও রুবেলার টিকাকরণে অনীহা, প্রচারের উদ্যোগ কলকাতা কর্পোরেশনের - টিকাপ্রদান কর্মসূচি

হাম ও রুবেলার মতো রোগ দূর করতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ অথচ সাধারণ মানুষদের মধ্যে এই রোগের টিকাকরণে অনীহা দেখা দিয়েছে (Reluctance to get measles and rubella vaccination )৷ নাগরিকদের সচেতন করতেই প্রচারের জন্য় উদ্যোগ কলকাতা কর্পোরেশেনের ৷

Measles-Rubella Vaccination
প্রতীকী ছবি

By

Published : Feb 7, 2023, 10:00 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: শহরকে হাম ও রুবেলা মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে কলকাতা কর্পোরেশন (Measles and Rubella Vaccination Camp)৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি টিকা প্রদান কর্মসূচিও নিয়েছে কর্পোরেশন ৷ মাসখানেক হল বাচ্চাদের হাম ও রুবেলার টিকাকরণ চলছে । চলবে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত । তবে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের একাংশের অনীহায় কর্মসূচির সাফল্য বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় স্বাস্থ্য কর্তারা । ফলে হাম ও রুবেলার টিকাকারণের যে লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছিল তা কতটা পূরণ হবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পৌরনিগমের কর্তারা ৷

এই অনীহার কথা স্বাস্থ্য বিভাগের তরফে মেয়র ফিরহাদ হাকিমকে অবগত করা হয়েছে । এরপরেই টিকা নিয়ে সক্রিয়ভাবে প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি । এদিকে স্বাস্থ্যভবনের দেওয়া তালিকার সঙ্গে কলকাতা কর্পোরেশনের তালিকাতেও গরমিল দেখা গিয়েছে । বাচ্চার প্রকৃত সংখ্যা স্বাস্থ্যভবন ও কর্পোরেশনের মধ্যে ব্যাপক ফারাক দেখা দিয়েছে ।

আরও পড়ুন :চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই টিকাকরণ করা হচ্ছে । শহরে 11 লক্ষ ছেলে-মেয়ে আছে, যাদের বয়স 15 বছর বয়স পর্যন্ত । এখনও পর্যন্ত মাত্র 38-40 শতাংশ ছেলে-মেয়েকে এই টিকার আওতায় আনা গিয়েছে । তবে এই পরিসংখ্যান নিয়ে ভিন্নমত পৌর স্বাস্থ্য কর্তাদের । আধিকারিকদের দাবি, শহরে কমবেশি 9 লক্ষ 15 বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়ে রয়েছে । 4 লক্ষের কিছু বেশি ছেলে মেয়েকে টিকা করণ করা হয়েছে । আমাদের চিঠি দেওয়া, রাজ্যের শিক্ষা দফতরের চিঠির পর বেশ কিছু স্কুল হাম ও রুবেলার টিকাকারণে রাজি হলেও, এখনও একাধিক বেসরকারি স্কুল মুখ ফিরিয়ে আছে এই টিকা কর্মসূচি থেকে । আবার যে স্কুলে টিকাকরণ হচ্ছে সেখানে আগে থেকে জানানোর পরেও অভিভাবকদের অনীহার কারণে অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকছে ।

কলকাতায় মূলত খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মত জায়গায় মানুষের মধ্যে অনীহা লক্ষ্য করা গিয়েছে। এই প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম জানান, কিছু কিছু জায়গায় মানুষের ভুল ধারণা হচ্ছে । কিন্তু, এই ভ্যাকসিন নিরাপদ। ফলে যে সমস্ত এলাকায় টিকাকরণ কম হয়েছে সেখানে মাইকিং করে এবং বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মী পাঠিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে । তবুও নির্ধারিত সময় কালের মধ্যে শহরের সব বাচ্চাদের টিকার আওতায় আনা যাবে না বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য কর্তারা ।

ABOUT THE AUTHOR

...view details