পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র চাহিদা পূরণ করতেই ধর্মীয় মেরুকরণ মুখ্যমন্ত্রীর : সুজন

যুবকদের কর্মসংস্থানের জন্য অর্থ নেই রাজ্য সরকারের । অথচ নির্বাচন কাছে আসতেই মুখ্যমন্ত্রী রাজ্যের আট হাজার পুরোহিতকে আর্থিক সাহায্য দেবেন বলে ঘোষণা করেছেন । ধর্মীয় মেরুকরণের জন্য টাকার যোগান কীভাবে হচ্ছে তা নিয়ে হতবাক বিরোধীরা ।

sujan chakraborty
sujan chakraborty

By

Published : Sep 15, 2020, 10:35 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্য সরকারের দেয় ভাতা গুলির অবস্থা কী, যুবশ্রীসহ রাজ্যের সমস্ত ভাতা দেওয়া প্রায় অনিশ্চয়তার মুখে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী কীভাবে পুরোহিত ভাতা ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধীরা । ভোটের আগে কেন রাজ্য সরকার পুরোহিত এবং মোয়াজ্জেমদের মধ্যে ভাতা দেওয়া নিয়ে মেরুকরণ করছে তা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । আপত্তি জানিয়েছে কংগ্রেস ।

যুবকদের কর্মসংস্থানের জন্য অর্থ নেই রাজ্য সরকারের । অথচ ধর্মীয় মেরুকরণের জন্য টাকার যোগান কীভাবে হচ্ছে তা নিয়ে হতবাক বিরোধীরা । কোরোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে মানুষ যখন বিপদে । রুটিরুজি হারিয়ে বিপন্ন মানুষ । তখন তাঁদের মাসিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের কোন তৎপরতা নেই । অথচ নির্বাচন কাছে আসতেই মুখ্যমন্ত্রী রাজ্যের আট হাজার পুরোহিতকে আর্থিক সাহায্য দেবেন বলে ঘোষণা করেছেন ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আজ বলেন, "হিন্দু-মুসলিম কে ভোট রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে । সংবিধানকে ভেঙে BJP-র চাহিদা পূরণ করছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মত যুবশ্রীর বহু বেকার যুবক এখনও বেকার ভাতা পাননি । মাসে দেড় হাজার টাকা করে পাওয়ার কথা ছিল বেকার যুবকদের । কয়েক লাখ কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী অতীতে একাধিকবার ঘোষণা করলেও আসলে তা সোনার পাথর বাটি । দিল্লির পথেই রাজ্য চলছে । দিল্লিওয়ালাদের সুবিধা করে দেওয়ার জন্যই তৃণমূল সরকার ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের নামে অর্থ দান করবে ।"

ABOUT THE AUTHOR

...view details