পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 3 বছরে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির

Mukesh Ambani in Bengal Global Business Summit: আগামী তিন বছরে রাজ্যে রিলায়েন্স কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করলেন মুকেশ আম্বানি ৷

Mamata Banerjee Mukesh Ambani
মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকেশ আম্বানি

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:32 PM IST

Updated : Nov 21, 2023, 9:14 PM IST

বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

কলকাতা, 21 নভেম্বর: রাজ্যে এসে আগামী তিন বছরে 20 হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি ।

2019 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষবার এসেছিলেন ৷ তারপর থেকে রাজ্যে বিনিয়োগ হয়েছে তাঁর সংস্থার 45 হাজার কোটি টাকা । এ দিন বিশ্ববঙ্গ সম্মেলনে মুকেশ আম্বানি ঘোষণা করলেন যে, আগামী তিন বছরে তিনটি ক্ষেত্র মিলিয়ে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ।

একইসঙ্গে, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, "রাজ্যের এই অগ্রগতির পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি কাজ করেছে । গত চার বছরে রাজ্য আমূল বদলে গিয়েছে । এর সাফল্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাপ্য কারণ তিনি ভবিষ্যৎদ্রষ্টা ।"

মুকেশ আম্বানি এও জানিয়েছেন, বাংলা এই মুহূর্তে দেশের প্রথম সারির জিএসডিপি রাজ্যগুলির মধ্যে একটি ৷ এখানে শিল্পপতিরা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন । তাই এ রাজ্যে বিনিয়োগের জন্য দেশ এবং বিদেশের শিল্পপতিদের আহ্বান জানাতে তাঁর কোনও দ্বিধা নেই । এই আহ্বান তিনি তাঁর অভিজ্ঞতা থেকেই করছেন বলে দাবি করেন মুকেশ আম্বানি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, "বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য । অটল বিহারী বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন । আপনি এখন রাজ্যকে সোনার বাংলাকে বানিয়েছেন । আপনার নেতৃত্বে বাংলার জিডিপি জাতীয় স্তরের থেকে অনেকটাই বেশি । দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে বাংলা । বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারী হয়ে গিয়েছে, তা আপনার সবাই দেখতে পাচ্ছেন ।"

তিনি আরও বলেন, রাজ্যের জিডিপি এখন 11.5 শতাংশ । যা গোটা দেশের তুলনায় অনেক বেশি । মমতার আমলে কৃষকের আয় 3 গুণ হয়েছে । আম্বানির কথায়, বাংলার মাটি উন্নয়ন এবং সম্ভাবনার মাটি । বাংলা এখন লগ্নির আদর্শ জায়গা । বাংলা শুরু থেকেই পরিচিত ছিল বুদ্ধিমত্তার জন্য, এখন বাংলা উদ্যোগের জন্য পরিচিত হচ্ছে । আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই সম্ভব হচ্ছে ।

নিজের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব । রিলায়েন্সও বাংলাজুড়ে লজিস্টিক হাব গড়বে । আগামী 2 বছরে রাজ্যজুড়ে 12 হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়েন্স । জিও ফাইবারের দৌলতে ঘরে ঘরে পৌঁছে যাবে স্মার্টফোন । তিনি বলেন, "রিলায়েন্স ফাউন্ডেশন বাংলার ঐতিহ্য সম্পর্কে অবহিত । কালীঘাট মন্দির সাজানোর কাজ চলছে । এই প্রকল্প আমার পরিবারের মতো ৷ দিদি আপনারও কাছের প্রকল্প এটি । দ্রুত এগোবে এই কাজ ।" তাঁর কথায়, "রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করবে । এই কাজ আমার ও নীতার খুব কাছের ।"

আরও পড়ুন:

  1. নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে
  2. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
Last Updated : Nov 21, 2023, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details