কলকাতা, 11 সেপ্টেম্বর:ব্যাঙ্কক যাওয়া হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ৷ জানা গিয়েছে শনিবার রাতে তিনি কলকাতা বিমানবন্দরে আসেন ৷ সেখান থেকে ব্যাংককে রওনা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতির আত্মীয়ের ৷ বিমান ছাড়ার কথা ছিল রাত 9.08 মিনিট ৷ সময়ের আগেই তিনি বিমানবন্দরে পৌঁছন ৷ সেখানে আসা মাত্র অভিবাসন দফতর থেকে রুজিরার বোন মেনকার সঙ্গে যোগাযোগ করা হয় । তাঁকে বিমানে উঠতে বারণ করেন আধিকারিকরা । জানানো হয়, তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না ৷ এরপরে দফতর ইডি আধিকারিকদের বিষয়টি জানানো হয় ৷ পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিমানবন্দরে এসে মেনকার সঙ্গে কথা বলেন ৷ শেষমেশ বিমানবন্দর থেকে ফিরে যান মেনকা (In Law of Abhishek Banerjee detained at Kolkata airport over Coal smuggling Case) ৷
5 সেপ্টেম্বর কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি ৷ দিল্লি তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের শ্যালিকা ৷ কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে ? কলকাতায় ইডির অফিস বা তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হোক, হাইকোর্টে এই আবেদন করেছিলেন মেনকা গম্ভীর । পাশাপাশি, তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ করা না হয়, সেই আবেদনও জানান রুজিরার বোন (sister in law of Abhishek Banerjee in Kolkata) ৷
আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে, বাধা নেই বিদেশযাত্রাতেও