কলকাতা, 1 ডিসেম্বর:ছুটির মরশুমে একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে ৷ আগামী 2 ডিসেম্বর পূর্ব রেল ডিভিশনের একাধিক ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সূচির পরিবর্তন করা হয়েছে । পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বেথুয়াডহরী ও দেবগ্রাম স্টেশনের মাঝে লিমিটেড হাইট সাবওয়ে বা এলএইচএস তৈরি করার কাজ করা হবে । পাশাপাশি এই জরুরি নির্মাণ কাজের জন্য পূর্ব রেলের কৃষ্ণনগর লালগোলা সেকশানে 10 ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । এই কাজের জন্য আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ।
আগামী 2 ডিসেম্বর বাতিল হওয়া ট্রেনের তালিকা:
আপ 31773 রানাঘাট লালগোলা ইএমইউ ও ডাউন 31770 লালগোলা রানাঘাট ইএমইউ ৷
আপ 03183 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ও ডাউন 03190 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ৷
আপ 03193 কলকাতা লালগোলা মেমু ট্রেন ৷
বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে ৷ 31861 কৃষ্ণনগর লালগোলা ইএমইউ মুরাগাছাতে যাত্রা শেষ করবে ৷ 31768 লালগোলা রানাঘাট ইএমইউ লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে । এই ট্রেনটিকে 15 মিনিট দেরিতে যাতায়াত করবে । 03115 শিয়ালদা-লালগোলা মেমু মুরাগাছাতে যাত্রা শেষ করবে । 03196 লালগোলা শিয়ালদা মেমু লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে ৷
31769 রানাঘাট-লালগোলা ইএমইউ মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে ৷ 31774 লালগোলা-রানাঘাট ইএমইউ লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে। 31771 রানাঘাট-লালগোলা ইএমইউ মুরাগাছাতে যাত্রা শেষ করবে। 31864 লালগোলা-কৃষ্ণনগর ইএমইউ লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে ।
সময় পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা:
13114 লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস 90 মিনিটের জন্য রিশিডুল করা হবে ৷ পলাশী পর্যন্ত ট্রেনটি যাত্রা নিয়ন্ত্রিত হবে
03192 লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে কৃষ্ণপুর থেকে ছাড়বে। ট্রেনটি চার ঘণ্টা দেরিতে চলবে
03198 লালগোলা শিয়ালদা মেমু 15 মিনিট দেরিতে চলবে
এছাড়া লালগোলা ও পলাশীর মধ্যে আগামী 2 ডিসেম্বর আরও দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।
লালগোলা –পলাশী স্পেশাল লালগোলা থেকে সকাল 9 টা 20 মিনিটে ও দুপুর 2টা35 মিনিটে লালগোলা থেকে ছাড়বে । ট্রেন দুটি পলাশী পৌঁছবে যথাক্রমে বেলা 11টা10 মিনিট ও বিকেল 4টা15 মিনিটে । পলাশী-লালগোলা স্পেশাল ট্রেন পলাশী থেকে বেলা 11টা30 মিনিট ও বিকেল 5টা19 মিনিটে ছাড়বে। ট্রেন দুটি লালগোলা পৌঁছবে যথাক্রমে দুপুর 1টা20 মিনিট ও সন্ধ্যা 7টা 05 মিনিটে।
আরও পড়ুন:
- শীতের শুরুতেই কুয়াশার জেরে বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন, দেখুন তালিকা
- লাইন মেরামতির জন্য আগামী শনি-রবি শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
- ছটে দক্ষিণ পূর্ব রেলের বিশেষ পরিষেবা, চলবে একাধিক স্পেশাল ট্রেন